Husband kills Wife

জুয়া খেলা নিয়ে ঝগড়া, আঁশবঁটি দিয়ে স্ত্রীর ধড় থেকে মুন্ডু আলাদা করে থানায় আত্মসমর্পণ যুবকের!

বুদ্ধদেব মোবাইলে জুয়া খেলতেন বলে দাবি পরিবারের। সে জন্য প্রচুর টাকা খুইয়ে ফেলেছেন। বিভিন্ন জায়গা থেকে আর্থিক ঋণ করেছেন। এ নিয়ে পরিবারে অশান্তি হত। মঙ্গলবার রাতেও স্বামী-স্ত্রীর ঝগড়া হয়েছিল। তখনই বঁটি দিয়ে স্ত্রীর মুন্ডু কেটে ফেলেন বুদ্ধদেব।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৪:৫৫
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আঁশবঁটি দিয়ে স্ত্রীর ধড় থেকে মুন্ডু আলাদা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম বুদ্ধদেব সরকার। নদিয়ার শান্তিপুরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। মঙ্গলবার রাতে স্ত্রী শ্রাবণী সরকারকে খুন করেন বলে থানায় গিয়ে স্বীকার করেছেন। ধৃতের পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় ওই কাণ্ড ঘটিয়েছেন যুবক।

বুদ্ধদেব মোবাইলে জুয়া খেলতেন বলে দাবি পরিবারের। সে জন্য প্রচুর টাকা খুইয়ে ফেলেছেন। বিভিন্ন জায়গা থেকে আর্থিক ঋণ করেছেন। এ নিয়ে পরিবারে অশান্তি হত। মঙ্গলবার রাতেও স্বামী-স্ত্রীর ঝগড়া হয়েছিল। তখনই বঁটি দিয়ে স্ত্রীর মুন্ডু কেটে ফেলেন বুদ্ধদেব। মেয়ে জলি সরকারের অভিযোগ, নিত্যদিন মায়ের সঙ্গে অশান্তি করতেন বাবা। তিনি বলেন, ‘‘নানা রকম জুয়া খেলত বাবা। আইপিএল-সহ বিভিন্ন খেলার সময় অনলাইনে জুয়া খেলত বাবা। কিন্তু কখনও জেতেনি। জুয়া খেলে প্রায় ১৫ লক্ষ টাকা খুইয়েছে বাবা। মা প্রতিবাদ করেছিল। তাই মাকে মারধর করত বাবা।’’ তিনি আরও জানান, মঙ্গলবার রাত ৮টা নাগাদ টিউশন নিয়ে বাড়ি ফিরে তিনি দেখেন ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মায়ের দেহ। পাশে পড়েছিল বঁটি। তিনি বলেন, ‘‘খাটের তলায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল মায়ের ধড় থেকে মুন্ডু আলাদা করা দেহ। আমার চিৎকারে পাশের বাড়ির লোকজন ছুটে আসে।’’

Advertisement

বুধবার ঘটনাস্থলে যায় পুলিশ। মহিলার দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশি তদন্তে প্রাথমিক ভাবে উঠে এসেছে পারিবারিক অশান্তির তথ্য। মনে করা হচ্ছে, সেখান থেকেই খুনের ঘটনা। মেয়ে দাবি করেছেন, বাবার যেন কঠোর শাস্তি হয়। একই কথা বলছেন প্রতিবেশীরা। রানাঘাট পুলিশ জেলার এসডিপিও-সহ পুলিশের একটি দল মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। কী ভাবে খুনের ঘটনা ঘটল, কারণ কী, সে সব জানার চেষ্টা করেন তাঁরা। শান্তিপুর থানার পুলিশ খুনের মামলা রুজু করেছে। বুধবারই অভিযুক্তকে রানাঘাট মহাকুমা আদালতে হাজির করাচ্ছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement