ছ’দিন পরে চালু করা হল ইন্টারনেট

নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতায় রাজ্যের অন্য এলাকার পাশাপাশি মুর্শিদাবাদেও বিক্ষোভ-ভাঙচুর হয়েছে। গত ১৩ ডিসেম্বর বিকেল থেকে উত্তপ্ত হতে শুরু করে জেলা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ ০১:৩১
Share:

প্রতীকী ছবি।

শেষ পর্যন্ত ইন্টারনেট পরিষেবা চালু হল মুর্শিদাবাদে। শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসনের তরফে টেলিকম সংস্থাগুলিকে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়। এরপর ধীরে ধীরে জেলার বিভিন্ন এলাকায় ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হতে শুরু করেছে। ছ’ দিন বন্ধ থাকার পর ইন্টারনেট পরিষেবা চালু হওয়ায় খুশি ইন্টারনেট ব্যবহারকারীরা। শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদের জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা বলছেন, ‘‘পরিস্থিতি খতিয়ে দেখে জেলায় ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে।’’

Advertisement

বহরমপুরের চুঁয়াপুর রেলগেটের কাছে ইন্টারনেট ক্যাফের মালিক বিপ্লব মণ্ডল বললেন, ‘‘ক’দিন ধরে ইন্টারনেট না থাকায় খুব সমস্যায় পড়ে গিয়েছিলাম। শেষ পর্যন্ত আজ ইন্টারনেট চালু হল। হাঁফ ছেড়ে বাঁচলাম। কাজ শুরু করতে পেরেছি। এতদিন ধরে কাজ শিকেয় উঠেছিল।’’

নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতায় রাজ্যের অন্য এলাকার পাশাপাশি মুর্শিদাবাদেও বিক্ষোভ-ভাঙচুর হয়েছে। গত ১৩ ডিসেম্বর বিকেল থেকে উত্তপ্ত হতে শুরু করে জেলা। বেলডাঙা-সহ একাধিক স্টেশনে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। আগুন দেওয়া হয় একাধিক ট্রেনে, থানা, বিডিও অফিসেও ভাঙচুর চালানো হয়। টায়ারে আগুন লাগিয়ে রাস্তা অবরোধ শুরু হয়। যার জেরে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। আর এসব হিংসার ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে তার পক্ষে ও বিপক্ষে নানা আলোচনা চলছিল। অনেক সময় জাল ভিডিয়ো-ও পোস্ট করা হচ্ছিল উত্তেজনা ছড়াতে। একদিকে যেমন আতঙ্ক ছড়াচ্ছিল, অন্যদিকে উত্তেজনাও বাড়ছিল। সব কিছু খতিয়ে দেখার পর প্রশাসন গত রবিবার বিকেল থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় জেলার সর্বত্র। কয়েক দফায় নির্দেশিকা বাড়িয়ে শুক্রবার রাত ১২টা পর্যন্ত পরিষেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। জেলার বিভিন্ন এলাকা ছন্দে ফিরতেই সময়ের কয়েক ঘণ্টা আগেই ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক

Advertisement

করা হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement