অক্ষর ছুঁতেই খুলল বাঁধন

মাদ্রাসার প্রধান শিক্ষিকা মুর্শিদা খাতুন বলছেন, ‘‘ভাষা-সাহিত্য ও সংস্কৃতির পরিচয়ে বড় হয়ে উঠুক আমাদের মেয়েরা। ওই উদ্দেশ্য সফল করতে বিভিন্ন আলোচনা-বক্তব্যের মধ্যে দিয়ে ভাষা দিবসের প্রাসঙ্গিকতা মেয়েদের সামনে তুলে ধরার চেষ্টা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বেলডাঙা শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৫১
Share:

সাজছে-মাদ্রাসা: বেলডাঙায়। ছবি: সঞ্জীব প্রামাণিক

ভাষা দিবস উদ্‌যাপন করছে বেলডাঙার দেবকুণ্ড শেখ আব্দুর রাজ্জাক মেমোরিয়াল বালিকা হাই মাদ্রাসা। ধর্ম নয়, ভাষা-সাহিত্য ও সংস্কৃতির পরিচয়ে বেড়ে উঠুক বর্তমান প্রজন্ম—এই ভাবনা থেকেই বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা তিন দিন ধরে সাজানো হয়েছে বিভিন্ন অনুষ্ঠান।

Advertisement

মাদ্রাসার প্রধান শিক্ষিকা মুর্শিদা খাতুন বলছেন, ‘‘ভাষা-সাহিত্য ও সংস্কৃতির পরিচয়ে বড় হয়ে উঠুক আমাদের মেয়েরা। ওই উদ্দেশ্য সফল করতে বিভিন্ন আলোচনা-বক্তব্যের মধ্যে দিয়ে ভাষা দিবসের প্রাসঙ্গিকতা মেয়েদের সামনে তুলে ধরার চেষ্টা হবে। ওই ভাবনায় তারা জারিত করা হয়েছে। তাই ভাষা দিবস উপলক্ষে নাচ, গান, আবৃত্তি, গজল, নাটকের পাশাপাশি দেওয়াল পত্রিকা প্রকাশ, ক্লাসরুমের মেঝে থেকে ছাদ, এমনকি ব্ল্যাকবোর্ডও তারা রঙিন করে তুলেছে।’’

মাদ্রাসার প্রাঙ্গণে স্থায়ী সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধনও হবে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। মাদ্রাসার তখন নিজের ভবন ছিল না। দেবকুণ্ড হাই মাদ্রাসায় অস্থায়ী ভাবে চলত স্কুল। স্কুলে ২১ ফেব্রুয়ারির অনুষ্ঠান হবে জে‌নে বাধা আসে নানা ভাবে।

Advertisement

নিষেধাজ্ঞা কাটাতে প্রথমে শুরু হয়েছিল শ্রুতি নাটক। পরে আবৃত্তি, গজল, কেরাত। সামাজিক সমস্যা নিয়ে নাটক। সেখানে বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়নি। স্কুলের সামনে জালসার মঞ্চও ব্যবহার করা হয়েছিল সমাজের অনুমতি নিয়ে। শুরুর দিকে বাধা এলেও পরে তেমন আপত্তি তোলেনি কেউ। আপত্তি তুললেও তাতে কেউ আমল দেয়নি।

এ ভাবে ২০১১ থেকে ২০১৬ সাল কেটে গিয়েছে। গত দু’বছর স্কুলে শুরু হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে নাচ, গান, গীতি আলেখ্য, নাটক, সেমিনার হয়েছে। ব্যবহার হয়েছে বাদ্যযন্ত্র। মুর্শিদা খাতুন বলছেন, ‘‘পরিচালন সমিতির প্রতিটা সদস্য ও সম্পাদক সব ক্ষেত্রে মাদ্রাসার পাশে থেকেছেন। ফলে মাদ্রাসার লড়াই সহজ হয়েছে। সঙ্গে পেয়েছি ছাত্রী-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement