—প্রতীকী চিত্র।
পুজোর সময়ে আবার রাজনৈতিক অশান্তি মুর্শিদাবাদের কান্দিতে। শুক্রবার গভীর রাতে দফায় দফায় বোমাবাজির ঘটনায় উতপ্ত হয়ে উঠল সালার থানার মালিহাটি বাসস্টপেজ সংলগ্ন এলাকা।
স্থানীয় সূত্রে খবর, একটি চায়ের দোকানে স্থানীয় মালিহাটি পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে তৃণমূলের দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে তা-ই নিয়ে চলে হাতাহাতি। মারামারিতে এক জন জখম হন। তার পরেই শুরু হয় বোমাবাজি। আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সালার থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, শুক্রবার রাত তখন প্রায় ৯টা। পর পর দিকে পাঁচটি বিস্ফোরণের শব্দ পান তাঁরা। আরও একটু রাত হতেই বোমাবাজির সংখ্যাও বাড়তে থাকে। পর পর আরও ১০-১২টি বোমা ফাটার শব্দ ভেসে আসে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও শনিবার সকাল পর্যন্ত বোমাবাজির ঘটনায় জড়িত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি তারা। অশান্তি প্রসঙ্গে তৃণমূলের মালিহাটি অঞ্চল সভাপতি তথা মালিহাটি পঞ্চায়েত প্রধান রাবিয়া বিবির স্বামী রেজাউল ইসলামের দাবি, ‘‘দুষ্কৃতীরা পুজোর আগে এলাকা অশান্ত করতেই বোমাবাজি করেছে।’’ তবে শাসকদলের জড়িত থাকার কথা তিনি অস্বীকার করেছেন।