সোনার অলঙ্কার। নিজস্ব চিত্র ।
সোনার দাম লাফিয়ে বাড়ছে। বেলডাঙা সোনাপট্টির প্রবীণ স্বর্ণশিল্পী কিশোর ভাস্কর বলেন, “আমি খাতায় লেখা তথ্যের ভিত্তিতে বলতে পারি ২০১৮ সালে ১০ গ্রাম পাকা সোনার দাম ছিল ৩৩ হাজার টাকা। ২০২৪ সালে সেই দাম ৬৬,০০০ হাজারের কাছে পৌঁছেছে। মাঝে পাঁচ বছর ২০১৯-২০২৩। তার মধ্যে সোনার দাম দ্বিগুণ। এটা মানতে পারছে না স্বর্ণশিল্পী থেকে গ্রাহক। ফলে স্বর্ণশিল্পীরা কাজ পাচ্ছেন না। তাঁরা হাত গুটিয়ে বসে কবে সোনার দাম কমবে সেই চিন্তা করছে। কিন্তু সোনার দাম বেড়ে চলেছে।”
ফাল্গুনে বিয়ের দিন ছিল। সামনে বৈশাখ মাস থেকে বিয়ের ভরা মরসুম। মঙ্গলবার থেকে শুরু হয়েছে রমজান মাস। সামনে ইদ-উল- ফিতর। বাংলা নববর্ষ। সোনার কারবারে জোয়ার নেই। যাঁদের খুব স্বর্ণ অলঙ্কারের প্রয়োজন, তাঁরা দোকানে আসছে ঠিকই। তবে কম ওজনের সোনায় গয়না তৈরি করাচ্ছেন। অনেকে পুরনো সোনা ভেঙে নতুন সোনার গয়না তৈরি করাচ্ছেন। তাতে সামান্য নতুন সোনা যোগ করছেন। তাই এই সময় যে মোটা টাকা মেলে, তা মিলছে না।