Samsherganj

গঙ্গার ভাঙনে ফের আতঙ্ক ছড়াল সমশেরগঞ্জে

ওই এলাকার আরও বেশ কয়েকটি বাড়ি গঙ্গায় তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
সমশেরগঞ্জ শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২১ ১৭:০৮
Share:
Advertisement

গঙ্গার জলস্তর কমলেও ফের ভাঙনের কবলে মুর্শিদাবাদের সমশেরগঞ্জের ধানঘরা এলাকা। নতুন করে ভাঙনের জেরে শনিবার থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

নদীর ভাঙনে ইতিমধ্যেই প্রায় ১০০ থেকে ১৫০ মিটার এলাকা নদীগর্ভে তলিয়ে গিয়েছে। ওই এলাকার আরও বেশ কয়েকটি বাড়ি গঙ্গায় তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি দেখে অনেকেই বাড়ি সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। ইতিমধ্যেই বেশ কয়েকটি পরিবার নদীতীরবর্তী বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছে।

Advertisement

শীতের মুখেই এই ভাঙনে উদ্বিগ্ন সমশেরগঞ্জের বাসিন্দারা। গত দু’দিন আগেও ভয়াবহ ভাঙনের কবলে পড়ে সমশেরগঞ্জের দুর্গাপুর, শিবপুর এবং চাচন্ডের বেশ কিছু এলাকার জমি গঙ্গাগর্ভে তলিয়ে গিয়েছে। অবিলম্বে ভাঙন রোধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement