Coronavirus in West Bengal

ধুলিয়ান পুরসভায় শুরু হল হকারদের কোভিড টিকা দেওয়ার কাজ

মঙ্গলবার সকালে ধুলিয়ান পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের পুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে হকারদের টিকা দেওয়ার কাজ শুরু হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ধুলিয়ান শেষ আপডেট: ১৮ মে ২০২১ ১৭:০২
Share:

রাজ্যে সরকারের নির্দেশ অনুসারে বিশেষ ক্যাম্প করে হকারদের করোনা টিকা দিল ধুলিয়ান পুরসভা। নিজস্ব চিত্র।

রাজ্যে সরকারের নির্দেশ অনুসারে বিশেষ ক্যাম্প করে হকারদের করোনা টিকা দিল ধুলিয়ান পুরসভা। মঙ্গলবার সকালে ধুলিয়ান পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের পুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে হকারদের টিকা দেওয়ার কাজ শুরু হয়। এই টিকাকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধুলিয়ান পুরসভার ভারপ্রাপ্ত প্রশাসক হাসান আলি বাদশা, তৃণমূলের টাউন সভাপতি মেহবুব আলম-সহ অন্যান্যরা। প্রথম দিনেই ২০০-র বেশি হকার কোভিডের টিকা নিয়েছেন। পুরসভার এই উদ্যোগের প্রশংসা করেছেন সাধারণ মানুষও। এ নিয়ে ভারপ্রাপ্ত প্রশাসক আলি বাদশা বলেছেন, ‘‘কোভিড পরিস্থিতিতে ধুলিয়ান পুরসভা এলাকার হকারদের আজ থেকে টিকা দেওয়া শুরু করল। ধাপে ধাপে শহরের সমস্ত হকারদের এই টিকা দেওয়া হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement