জামিন সিপিএম নেতাদের

মারধর ও সম্পত্তি ভাঙচুরে অভিযুক্ত সিপিএমের প্রাক্তন সাংসদ মইনুল হাসান-সহ চার জন শুক্রবার জামিন পেলেন। বাকি তিন জন হলেন বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ইমরান শেখ, বহরমপুর জোনাল কমিটির সদস্য তরুণ মুখোপাধ্যায় ও রাজধরপাড়া লোকাল কমিটির সম্পাদক রুস্তুম আলি। গত ২ সেপ্টেম্বর বন্‌ধের দিন মইনুল-সহ সিপিএমের সাত নেতাকর্মী ও তাঁদের শ’দেড়েক সঙ্গীর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেন তৃণমূলের মুর্শিদাবাদ জেলা সহ-সভাপতি তপন ত্রিপাঠি। ওই দিন সিপিএম এবং তৃণমূলের সংঘর্ষে সাত সিপিএম সমর্থক জখম হন। মইনুল হাসানদের আইনজীবী সাত্যকি সিংহ জানান প্রতিটি ধারা জামিনযোগ্য হওয়ায় বিচারক জামিন দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৫ ০১:৪৩
Share:

মারধর ও সম্পত্তি ভাঙচুরে অভিযুক্ত সিপিএমের প্রাক্তন সাংসদ মইনুল হাসান-সহ চার জন শুক্রবার জামিন পেলেন। বাকি তিন জন হলেন বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ইমরান শেখ, বহরমপুর জোনাল কমিটির সদস্য তরুণ মুখোপাধ্যায় ও রাজধরপাড়া লোকাল কমিটির সম্পাদক রুস্তুম আলি। গত ২ সেপ্টেম্বর বন্‌ধের দিন মইনুল-সহ সিপিএমের সাত নেতাকর্মী ও তাঁদের শ’দেড়েক সঙ্গীর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেন তৃণমূলের মুর্শিদাবাদ জেলা সহ-সভাপতি তপন ত্রিপাঠি। ওই দিন সিপিএম এবং তৃণমূলের সংঘর্ষে সাত সিপিএম সমর্থক জখম হন। মইনুল হাসানদের আইনজীবী সাত্যকি সিংহ জানান প্রতিটি ধারা জামিনযোগ্য হওয়ায় বিচারক জামিন দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement