কংগ্রেসের উচ্ছ্বাস বেলডাঙায়।
বেলডাঙা পুরসভার ত্রিশঙ্কু পুরবোর্ড কংগ্রেসের দখলে রইল। ২০০৫ সালের পুনরাবৃত্তি হল বৃহস্পতিবার। ২০০৫ সালে ১৪ ওয়ার্ডের বেলডাঙা পুরসভায় একক সংখ্যা গরিষ্ঠতা না পেয়েও (৭টি ওয়ার্ড) ক্রস ভোটিংয়ের সাহায্যে বামেরা বোর্ড নিজেদের দখলে রেখেছিল। এ বারও পুরবোর্ডও কংগ্রেস দখলে রাখল সেই ৭টি ওয়ার্ড পেয়ে। সেই ক্রস ভোটিংয়েরই সাহায্যে। পুরপ্রধান হলেন কংগ্রেসের ভরত ঝাওর, উপ পুরপ্রধান কংগ্রেসেরই জুলহক শেখ। ভরত ঝাওর ৮টি ভোট পেয়ে পুরপ্রধান হন। বামপ্রার্থী ও বিজেপি প্রার্থী ৩টি করে ভোট পান। গোপন ব্যালটে ভোট হলেও বামেদের একটি ভোটই যে কংগ্রেস প্রার্থীর দিকে গিয়েছে সেটা সভায় উপস্থিত সকলেই মেনেছেন। বিজেপির শহর সভাপতি অলোক ঘোষ বলেন, ‘‘বামফ্রন্টের ভোটে জিতে কংগ্রেসকে সমর্থন মানুষ ভাল ভাবে নেবেন না। বিধানসভা ভোটে এর জবাব মিলবে।’’ কে কংগ্রেসকে ভোট দিল? সিপিএম নেতা প্রিয়রঞ্জন ঘোষের মত, ‘‘আরএসপির এক কাউন্সিলর দলের হুইপ অমান্য করে ভোট দিয়েছেন।’’ আরএসপির প্রতীকে জেতা ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মধুমিতা বিশ্বাস এ প্রসঙ্গে কথা বলতে চাননি।