সিপিএমের এক প্রধানের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ আনল কংগ্রেস। কংগ্রেসের দাবি, ডোমকলের মধুরকূল গ্রাম পঞ্চায়েতের প্রধান সিপিএমের ফিরদৌসি বিবি রাস্তা সারাই না করেই প্রায় ৭০ হাজার টাকা তুলে নিয়েছেন। সেই মর্মে বিডিওর কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন স্থানীয় বাসিন্দারা। ডোমকলের বিডিও রবীন্দ্রনাথ মিশ্র বলেন, ‘‘অভিযোগ পাওয়া গিয়েছে। থানায় ওই প্রধানের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে।’’ যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই প্রধান। তিনি বলেন, ‘‘মিথ্যে অভিযোগ। বিডিও চিঠি দিয়ে সব জানিয়েছি।’’
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধুরকুল পঞ্চায়েতের লস্করপুর গ্রামের ইমরান শেখের বাড়ি থেকে পাইকমারি কালভার্ট পযর্ন্ত একটি ইট বিছানো রাস্তার সংস্কারের জন্য ৬৯৫৭০ টাকা বরাদ্দ করা হয়। অভিযোগ, কোনও কাজ না করেই বরাদ্দ টাকা তুলে নেওয়া হয় সংশ্লিষ্ট দফতর থেকে। স্থানীয় বাসিন্দা তহিদুল ইসলামের কথায়, ‘‘বিষয়টি গোপনে জানতে পেরে খোঁজখবর শুরু করি। তখনই টাকা নয়ছয়ের বিযয়টি সকলের নজরে আসে।’’ পঞ্চায়েতর নিবার্হী সহায়ক গৌরগোপাল মাহারার বক্তব্য, ‘‘আমি বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শনে যাই। সেখানে আদৌ কোনও কাজ হয়নি। বিষয়টি লিখিত ভাবে ব্লক প্রশাসনকে জানিয়েছি।’’