জোট ভেঙেছে জঙ্গিপুরে। আর তার ঢেউটা ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার অন্যত্র। কংগ্রেস তার পুরনো গোঁ ধরে এক ধাপ এগিয়ে শনিবার জানিয়ে দিয়েছে, জঙ্গিপুর থেকে বামেরা প্রার্থী তুলে না নিলে জেলার সর্বত্রই তাদের মুখোমুখি প্রার্থী দেবে তারা। যা শুনে, ঠান্ডা গলায় বামেদের জবাব— শর্তটা আমরা নয়, ওরাই ভেঙেছে। তারই খেসারত দিচ্ছে এখন কংগ্রেস।
শনিবার সেই লড়াই তাই আর নিছক বন্ধুত্বপূর্ণ রইল না। বহরমপুরে কংগ্রেস প্রার্থী মনোজ চক্রবর্তী যেমন জানিয়ে দিয়েছিলেন, ‘‘আমরা একাই লড়ব, একাই মিছিল করব।’’ বহরমপুর টাউন কংগ্রেস সভাপতি অতীশ সিংহ এক ধাপ এগিয়ে বলছেন, ‘‘জেলা বামফ্রন্টের পক্ষ থেকে আমাদের কাছে যৌথ মিছিলের অনুরোধ এসেছিল। আমরা পত্রপাট প্রত্যাখান করেছি।’’
অনুযোগের আবহেই, বিকেলে আলো পড়তেই পড়েছে আঁচ। মিছিলে হাঁটলেন দু’দলের নেতা-কর্মীরা। তাহলে এত ঢাক পিটিয়ে বিদ্রোহ কেন?
মনোজবাবু বলছেন, ‘‘দু’দলের নীচুতলার কর্মী-সমর্থকরা স্বতঃষ্ফূর্ত ভাবে মিলেমিশে মিছিল করেছেন।’’ সিপিএমের বহরমপুর জোনাল কমিটির সদস্য তরুণ মুখোপাধ্যায় বলছেন, ‘‘সূর্যকান্ত মিশ্র তো বলেই গিয়েছেন, আর যাই হোক তৃণমূলের সুবিধা করে দেব না আমরা।’’ সেই প্রত্যাশা থেকেই গত কয়েকদিন ধরে বহরমপুরের দেওয়ালে কংগ্রেস প্রার্থীর ‘হাত’ প্রতীক এঁকেছেন ‘কাস্তে হাতুড়ি’র কর্মীরা।