Asaduddin Owaisi

ওয়েইসির দলকে গুরুত্ব দিচ্ছে না কং-তৃণমূল

জেলার ২২টি বিধানসভার দু’জন করে প্রতিনিধি এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। জেলায় এমআইএমের সমর্থক সংখ্যা বেড়েছে বলেও দাবি আসাদুলের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২০ ০৫:৪৭
Share:

—ফাইল চিত্র।

দিন সাতেক আগে হায়দরাবাদে ‘অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন’ (এমআইএম) এর প্রধান আসাদুদ্দিন ওয়েইসি বৈঠকে বসেছিলেন এ রাজ্যে তাঁদের দলের নেতাদের সঙ্গে। সেদিনের বৈঠকে মুর্শিদাবাদ জেলার সংগঠনের নেতারাও ছিলেন। সেই বৈঠকের বার্তা মুর্শিদাবাদের নেতা, কর্মী-সমর্থকদের কাছে পৌঁছে দিতে শনিবার বহরমপুরে ‘ইন্ডোর সভা করলেন এমআইএমে’র মুর্শিদাবাদ জেলা পর্যবেক্ষক আসাদুল শেখ। বহরমপুরের সেন্ট জন্স অ্যাম্বুল্যান্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সভা হয়।

Advertisement

জেলার ২২টি বিধানসভার দু’জন করে প্রতিনিধি এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। জেলায় এমআইএমের সমর্থক সংখ্যা বেড়েছে বলেও দাবি আসাদুলের। তবে বিধানসভা ভোটে জেলায় তাদের গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা। কংগ্রেস নেতা অধীর চৌধুরী এমআইএম-কে বিজেপি-র ‘বি টিম’ বলে কটাক্ষ করেছেন। তবে রাজনৈতিক বিশেষজ্ঞের একাংশ ধারণা, বিহার বিধানসভা ভোটে পাঁচটি আসন পাওয়া এমআইএম মুর্শিদাবাদেও ভাল ফল করতে পারে। আসাদুল যদিও বলেন, “এখানে কংগ্রেস-সিপিএমের অস্তিত্ব নেই। লড়াই হবে তৃণমূলের সঙ্গে আমাদের।’’ যা শুনে তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের খানের কটাক্ষ, বলেন, “যার জামানত জব্দ হয়, সে-ও ভোটে দাঁড়ায়। ভোটের ফল বেরোলেই সব স্পষ্ট হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement