কংগ্রেসের পথসভা। নিজস্ব চিত্র।
তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা দুয়ারে সরকার কর্মসূচির প্রচারে গিয়ে মানুষকে হুমকি দিচ্ছেন। এমনই অভিযোগ তুলে মুর্শিদাবাদে রানিনগরে পদযাত্রা ও প্রতিবাদ সভা করল কংগ্রেস। পথসভা থেকে কেন্দ্রের নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিও ওঠে।
বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার যে অভিযোগ কংগ্রেস তুলেছে তা অস্বীকার করা হয়েছে মুর্শিদাবাদ জেলা তৃণমূলের তরফে। জেলা তৃণমূল নেতা সৌমিক হোসেন বলেন, “নির্বাচনের আগে কংগ্রেসের কাছে মাঠে নামার মতো কোনও ইস্যু নেই। তাই তারা এই সব মিথ্যা প্রচারে নেমেছে। আমরা কোনও মানুষকে হুমকি দিইনি। সাধারণ মানুষ যাতে সরকারি সুযোগ সুবিধা পান তার জন্যই দুয়ারে সরকার প্রকল্প। সেই প্রকল্পের প্রচারে বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে। কংগ্রেস সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তুলছে।”
রানিনগরে কংগ্রেসের সভায় ছিলেন এলাকার কংগ্রেস বিধায়ক ফিরোজা বেগম, ব্লক কংগ্রেস সভাপতি হানিফ মিয়া, মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেস সহসভাপতি ইউসুফ আলি বিশ্বাস।