সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল কর্মী। নিজস্ব চিত্র।
মুর্শিদাবাদে সালার থানার উজুনিয়া গ্রামে বঙ্গধ্বনি যাত্রাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। আর তার জেরে ৪ দলীয় কর্মীকে আহত অবস্থায় উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করতে হল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
অভিযোগ, বঙ্গধ্বনি যাত্রা নিয়ে সালার ব্লক যুব তৃণমূল সভাপতি আনারুল ইসলাম এবং সালার ব্লক তৃণমূল সভাপতি মহম্মদ আজাহারউদ্দিন সিজার মিঞার গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। তাতে আহত হন ৪ তৃণমূল কর্মী। তাঁদের প্রথমে সালার ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সালার থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় র্যাফও মোতায়েন করতে হয়। আর এই হামলার জন্য দুই গোষ্ঠীই একে এপরের দিকে অভিযোগ তুলেছে।