তদন্ত করবে সিআইডি

কান্দির মহালন্দির বাসিন্দা ফাউজুদ্দিন শেখের নিখোঁজের ঘটনার তদন্ত মঙ্গলবার সিআইডি-র হাতে তুলে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত।ওই ব্যক্তির স্ত্রী শেফালি বিবি-র আইনজীবী উদয়শঙ্কর চট্টোপাধ্যায় জানান, গত বছরের ২৯ জানুয়ারি বহরমপুর আদালতে সাক্ষ্য দিতে গিয়েছিলেন ফাউজুদ্দিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ মে ২০১৬ ০২:২৩
Share:

কান্দির মহালন্দির বাসিন্দা ফাউজুদ্দিন শেখের নিখোঁজের ঘটনার তদন্ত মঙ্গলবার সিআইডি-র হাতে তুলে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত।

Advertisement

ওই ব্যক্তির স্ত্রী শেফালি বিবি-র আইনজীবী উদয়শঙ্কর চট্টোপাধ্যায় জানান, গত বছরের ২৯ জানুয়ারি বহরমপুর আদালতে সাক্ষ্য দিতে গিয়েছিলেন ফাউজুদ্দিন। তার পর থেকে তিনি নিখোঁজ। স্বামীর খোঁজ না পেয়ে স্ত্রী কান্দি থানায় নিখোঁজের ডায়েরি করেন। পরে এফআইআর দায়ের করে জানান, বহরমপুর আদালতে সাক্ষ্য দিতে না যাওয়ার জন্য ফাউজুদ্দিনকে বেশ কয়েকদিন ধরে হুমকি দিচ্ছিল আবদুল আজিজ, জামালউদ্দিন শেখ, রিয়াজুল শেখ, হেলালউদ্দিন শেখ-সহ ছ’জন। পুলিশ হেলালউদ্দিনকে গ্রেফতার করে। কিন্তু সে পরে আদালত থেকে জামিন পায়। কিন্তু ফাউজুদ্দিনের খোঁজ মেলেনি।

উদয়শঙ্কর জানান, সেই কারণে হাইকোর্টের দ্বারস্থ হন শেফালি বিবি। এ দিন কান্দির থানার তদন্তকারী অফিসার আদালতে হাজির হয়ে জানান, তাঁরা ওই ব্যক্তির খোঁজ পাননি। তা শুনেই সিআইডি-র হাতে মামলার তদন্তভার তুলে দেন বিচারপতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement