চাপড়ায় গুলি-বোমা

সিপিএম কর্মীর বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ গুলিও করে দুষ্কৃতীরা। পুলিশ এ ঘটনায় এক জনকে গ্রেফতারও করেছে। শুক্রবার রাতে চাপড়ার মুসলিম পাড়া এলাকার ঘটনা। ধৃতের নাম রাহিল শেখ ওরফে কালু। সে এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চাপড়া শেষ আপডেট: ০৮ মে ২০১৬ ০১:২২
Share:

সিপিএম কর্মীর বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ গুলিও করে দুষ্কৃতীরা। পুলিশ এ ঘটনায় এক জনকে গ্রেফতারও করেছে। শুক্রবার রাতে চাপড়ার মুসলিম পাড়া এলাকার ঘটনা। ধৃতের নাম রাহিল শেখ ওরফে কালু। সে এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এক বৃদ্ধার বাড়ির উঠোনে পরিত্যক্ত ধানের গোলার নীচে তিনটি সকেট বোমা ও তিনটি পেটো-সহ বোমার মশলা উদ্ধার করেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে উত্তর মুসলিম পাড়ার বাসিন্দা সিপিএম কর্মী রহমাতুল্লা শেখ স্ত্রীকে নিয়ে শৌচাগারে যাওয়ার জন্য বেরোন। সে সময় তাঁকে লক্ষ করে দু’টো বোমা ও এক রাউন্ড গুলি ছোঁড়া হয় বলে অভিযোগ। তিনি কোনও মতে ঘরে ঢুকে প্রাণ
বাঁচান। বোমার শব্দ শু‌নে ছাদে
উঠে আসেন রহমতুল্লার দাদা হুমায়ুন শেখ। তাঁর বাড়ির ছাদে নির্বাচনী কার্যালয় তৈরি করেছিল সিপিএম। তাঁকে লক্ষ করেও তিনটি বোমা ছোঁড়া হয়। খবর পেয়ে পুলিশ আসে। তার আগেই অবশ্য পালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় পরদিন ন্যাটা-শেখ
সহ ছ’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে পুলিশ এ দিন কালুকে গ্রেফতার করে।

অভিযোগ, ভোটের আগেও ন্যাটা দলবল নিয়ে সিপিএমের লোকজনকে খুনের হুমকি দিয়েছিল, ভয় দেখিয়েছিল। চাপড়া ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক জেবের শেখ অবশ্য অভিযোগ আস্বীকার করে বলেন, ‘‘দলের কেউ এই ঘটনায় যুক্ত নয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement