ধৃত আকাশ দত্ত —নিজস্ব চিত্র।
বহরমপুরের তৃণমূল নেতা তথা প্রোমোটার প্রদীপ দত্তকে খুনের অভিযোগে গ্রেফতার হল আরও এক জন। শুক্রবার দিল্লি লাগোয়া উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। সে দিন তাকে সেখানকার একটি আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে মুর্শিদাবাদ নিয়ে আসে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আকাশ দত্ত (২৭)। তার বাড়ি প্রদীপ দত্তের বাড়ির কাছে বহরমপুরের গোয়ালজান এলাকায়। ধৃতকে শনিবার বহরমপুরে জেলা আদালতে তোলা হলে বিচারক ছ'দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর, আকাশ ভাড়াটে খুনি হিসেবে কাজ করেছে। এর আগে প্রদীপকে খুনের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে রাধারঘাটের বাসিন্দা তথা বহরমপুর পুরসভার অস্থায়ী কর্মী বুবাই দাসকে পুলিশ গ্রেফতার করেছে। বুবাই আকাশের বন্ধু।
তবে শনিবার আকাশ বহরমপুর জেলা আদালত থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের প্রশ্নে বলে, "আমি পুলিশকে সব বলেছি। পুলিশ তদন্ত করছে।"
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, আকাশও টাকার বিনিময়ে খুন করেছে প্রদীপকে। পুলিশ সূত্রে খবর, কেউ এক জন আকাশকে এই খুনের ঘটনার জন্য ৩ লক্ষ টাকা দিতে চেয়েছিল, তেমনই চুক্তি হয়েছিল। সে কারণে আকাশ অন্য এক সঙ্গীকে নিয়ে প্রদীপকে গুলি করে খুন করে। পুলিশ সূত্রে খবর, খুনের পরেই আকাশের টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু পুলিশের কড়া তল্লাশি শুরু হয়ে যাওয়ায় আকাশ আর সেই তিন লক্ষ টাকা পায়নি। আকাশকে কে ভাড়াটে খুনি হিসেবে লাগিয়েছিল তা এখনই ভেঙে বলতে নারাজ পুলিশের কর্তারা।
শনিবার মুর্শিদাবাদের পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব বলেন, "আকাশ প্রদীপকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। তাকে উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।" তাঁর দাবি, "আকাশ আমাদের কাছে খুনের কথা স্বীকার করেছে। তবে কী কারণে খুন করেছে তা পরবর্তী তদন্তে জন্য যাবে।’’
গত ১৬ অক্টোবর প্রাতঃভ্রমণে বেরিয়ে বহরমপুর শহর লাগোয়া রাধারঘাট নাথপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল নেতা তথা প্রোমোটার প্রদীপ দত্ত। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘বহরমপুর থানার পুলিশ গাজিয়াবাদের পুলিশের সহযোগিতায় আকাশকে গ্রেফতার করেছে। আকাশ উত্তরপ্রদেশের গাজিয়াবাদে তার এক আত্মীয়ের বাড়িতে ছিল। সেখানে সে কাজের খোঁজে গিয়েছে বলে তার আত্মীয়দের জানায়। আকাশের সঙ্গে খুনের ঘটনায় আরও এক জন ছিল। তাকে আমরা চিহ্নিত করেছি। তাকেও আমরা দ্রুত গ্রেফতার করব। এই ঘটনায় আরও কোন মাথা জড়িত আছে কি না আমরা দেখছি।’’
আকাশ প্রদীপ দত্তেরও পরিচিত বলে পুলিশের অনুমান। খুনের ঘটনায় যে মোটরবাইকটি ব্যবহার করা হয়েছিল সেটি অপর এক অভিযুক্তর বলে পুলিশ জানতে পেরেছে।
তবে বহরমপুরে টোটোচাসক খুনে এখনও মূল অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি। তদন্ত চলছে।