তাহেরপুর থানা এলাকার বাদকুল্লায় তৃণমূলের বিরুদ্ধে সিপিএমের মিছিলে আক্রমণ চালানোর অভিযোগ উঠেছে। বুধবার সকাল ১০টা নাগাদ বন্ধের সমর্থনে এলাকায় মিছিল বের করে সিপিএম। বাদকুল্লা স্টেশন থেকে বাজারের দিকে আসা ওই মিছিল থেকে দোকান বন্ধ রাখার আবেদন জানানো হচ্ছিল। অভিযোগ, সেই মিছিলকে উদ্দেশ্য করে কটূক্তি করে তৃণমূল কর্মীরা। প্রতিবাদ করলে মিছিলের উপরে হামলা চালায় তৃণমূলের বাইকবাহিনী। তাঁদের ৫ সমর্থক আহত হন বলে সিপিএম নেতৃত্বের অভিযোগ। আহতদের মধ্যে একাদশ শ্রেণির ছাত্র রিপন সিকদার এবং বাদকুল্লা ২ গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্য আহমেদ আলি ধবকও রয়েছেন। সিপিএমের নদিয়া জেলা কমিটির সদস্য সুপ্রতীপ রায়ের অভিযোগ, মিছিলে আক্রমণের পরে বাদকুল্লা লোকাল কমিটির অফিসে চড়াও হয় তৃণমূল কর্মীরা। জানলা, চেয়ার-টেবিল, লাইট, নেতৃত্বের ছবি ভাঙচুর করা হয়। অফিসে প্রহৃত হন প্রবীণ দলীয় কর্মীরাও। অভিযোগ মানতে চাননি জেলা তৃণমূলের সভাপতি গৌরীশঙ্কর দত্ত। বাদকুল্লার হামলার ঘটনায় পুলিশ দুই বন্ধ সমর্থককে গ্রেফতার করেছে।