দেবর্ষি মৈত্র। নিজস্ব চিত্র।
গুগলে দেড় কোটি টাকা বেতনের চাকরি পেলেন নদিয়ার কৃষ্ণনগরের ঘূর্ণির তরুণ দেবর্ষি মৈত্র। দিন কয়েক আগে গুগলের তরফে ইমেল করে বিষয়টি জানানো দেবর্ষিকে। সন্তানের এই সাফল্যে উচ্ছ্বসিত দেবর্ষির মা এবং বাবা। ঘূর্ণির মধ্যবিত্ত পরিবারের সন্তান দেবর্ষি। এলাকায় কৃতী ছাত্র হিসেবে পরিচিতি তাঁর। কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল থেকে ২০১৬ সালের মাধ্যমিক পাশ করেন তিনি। ওই বিদ্যালয় থেকেই উচ্চমাধ্যমিক পাশ করার পর জয়েন্ট এন্ট্রান্স দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন। চতুর্থ বর্ষের পরীক্ষার পর নিজেই গুগলের সঙ্গে যোগাযোগ করেন দেবর্ষি। অনলাইন পরীক্ষায় কয়েক ধাপ এগোনোর পর চাকরি পাকা হয়ে যায় দেবর্ষির।
ছেলের এই সাফল্যে মৈত্র পরিবারে খুশির হাওয়া। দেবর্ষির বাবা বাদল মৈত্র আগে গৃহশিক্ষকতা করতেন। তবে আর্থিক টানাপড়েনের জেরে গ্রিলের দোকানও খোলেন তিনি। ছেলে ছাড়াও এক মেয়েও রয়েছে তাঁর। বাদলের বক্তব্য, ‘‘ছোটবেলা থেকেও ছেলে এবং মেয়ের মধ্যে সাফল্যের বীজ আমি বুনে দিয়েছিলাম। এখন ওরা তার ফল পাচ্ছে। সন্তানদের স্বপ্ন দেখানো বাবা-মায়ের কাজ। বাকিটা ওরা নিজেই সামলেছে। তবে এত দূর ও যাবে এটা আশা করিনি।’’ ছেলের সাফল্যে উচ্ছ্বসিত মা বকুলও। তাঁর কথায়, ‘‘সন্তানের সাফল্যে যে কোনও মা-ই খুশি হন। আমিও ভীষণ খুশি। তবে ও এত দূরে থাকবে ভেবে একটু কষ্ট হচ্ছে।’’
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।