আত্মসাতের নালিশ

সরকারি কৃষি অনুদানের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল ৪২ জন চাষির বিরুদ্ধে। তেহট্ট-২ ব্লকের ঘটনা। জানা গিয়েছে, ‘পাওয়ার টিলার’ কেনার জন্য ওই চাষিদের প্রত্যেককে ৪৫ হাজার টাকা সরকারি অনুদান দেওয়া হয়েছিল। কিন্তু ওই চাষিরা সেই টাকায় ‘পাওয়ার টিলার’ কেনেননি বলে অভিযোগ। এই মর্মে শুক্রবার তেহট্ট থানায় এফআইআর করেন তেহট্ট-২ ব্লকের সহ কৃষি অধিকর্তা বিপ্লব বিশ্বাস। তিনি বলেন, ‘‘অগস্ট মাসে পলষণ্ডা-বারুইপাড়া এলাকার ৪২ জন চাষিকে ওই অনুদানের টাকা দেওয়া হয়। কিন্তু চাষিরা ওই টাকায় পাওয়ার টিলার কেনেননি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তেহট্ট শেষ আপডেট: ০৮ জুন ২০১৫ ০১:১৭
Share:

সরকারি কৃষি অনুদানের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল ৪২ জন চাষির বিরুদ্ধে। তেহট্ট-২ ব্লকের ঘটনা।

Advertisement

জানা গিয়েছে, ‘পাওয়ার টিলার’ কেনার জন্য ওই চাষিদের প্রত্যেককে ৪৫ হাজার টাকা সরকারি অনুদান দেওয়া হয়েছিল। কিন্তু ওই চাষিরা সেই টাকায় ‘পাওয়ার টিলার’ কেনেননি বলে অভিযোগ। এই মর্মে শুক্রবার তেহট্ট থানায় এফআইআর করেন তেহট্ট-২ ব্লকের সহ কৃষি অধিকর্তা বিপ্লব বিশ্বাস। তিনি বলেন, ‘‘অগস্ট মাসে পলষণ্ডা-বারুইপাড়া এলাকার ৪২ জন চাষিকে ওই অনুদানের টাকা দেওয়া হয়। কিন্তু চাষিরা ওই টাকায় পাওয়ার টিলার কেনেননি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement