Murshidabad

নিত্য মদ্যপান নিয়ে অশান্তি, বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি ‘অভিমানী’ যুবক, ঝুলন্ত দেহ উদ্ধার বহরমপুরে

সোমবার মৃতের ময়নাতদন্ত হয়। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন সুরজিৎ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১৩:৪৪
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

মদ্যপানে পরিবারের আপত্তি। রোজ রোজ বাড়িতে অশান্তি। কিন্তু কিছুতেই মদের প্রতি আসক্তি কমাতে পারেননি। রোজকার অশান্তি থেকে ‘মুক্তি’ পেতে আত্মহত্যার পথ বেছে নিলেন বহরমপুরের সেরিকালচার দফতরের এক অস্থায়ী কর্মী। বাড়ির অদূরে একটি আমগাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির জেরেই আত্মহত্যা করেছেন তিনি। তবে এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুরজিৎ মণ্ডল। মুর্শিদাবাদের বহরমপুর থানার তারকপুরে তাঁর বাড়ি। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার অফিস ছুটি থাকায় নিজের পারিবারিক জমিতে কাজ করার জন্য বার হন তিনি। সন্ধ্যায় বাড়ি ফেরেন মত্ত অবস্থায়। তা নিয়ে শুরু হয় অশান্তি। কিছু ক্ষণ পরেই অভিমান করে বাড়ি ছেড়ে বেরিয়ে যান সুরজিৎ। একাধিক বার ফোন করা হলেও জবাব মেলেনি। পরে মোবাইল বন্ধ করে দেওয়া হয়।

শুরু হয় খোঁজ। বাড়ির অদূরে এক আমগাছে মেলে সুরজিতের ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে ওই অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর সোমবার সন্ধ্যায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে যায় বহরমপুর থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল। সোমবার মৃতের ময়নাতদন্ত হয়। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন সুরজিৎ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের ভাই সুজন মণ্ডল বলেন, ‘‘দাদা রোজ মদ খেত। একমাত্র এই কারণেই পরিবারে অশান্তি লেগেই ছিল। বকাবকি করায় মত্ত অবস্থায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement