— প্রতীকী চিত্র।
মুর্শিদাবাদের কান্দিতে তৃণমূল নেতার বাড়ি থেকে মিলল একটি আগ্নেয়াস্ত্র, চারটি কার্তুজ আর তাজ বোমা। শনিবার রাতে কান্দি থানার কুমারষণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সদস্য আলিমুল শেখের বাড়ি থেকে ওই সব আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার পর থেকেই পলাতক তৃণমূল নেতা।
পুলিশ সূত্রে খবর, তিন জনকে অবশ্য গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম ইলু আহম্মেদ, নাজমুল হক এবং তাজমুল শেখ। সকলেরই বাড়ি কান্দি থানার গোকর্ণ বিজয়নগর এলাকায়। ধৃতদের কাছ থেকেও চারটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। কী কারণে এই আগ্নেয়াস্ত্র ও বোমা মজুত করে রাখা হয়েছিল, তার তদন্ত শুরু করেছে পুলিশ।
বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার বলেন, “কোথায় কী উদ্ধার হল, না হল সেটা প্রশাসন দেখবে। আর আমরা শান্তির জন্য লড়াই করি। আর শান্তির জায়গায় যদি বাধা সৃষ্টি হয়, তা হলে পুলিশ রাজনৈতিক রং না দেখেই আইনানুগ ব্যবস্থা নিক।”