ভাগীরথী গর্ভে জারি তল্লাশি। —নিজস্ব চিত্র।
বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে এসে ভাগীরথীতে তলিয়ে গেলেন মা এবং মেয়ে। শনিবার এই দুর্ঘটনা ঘটেছে নদিয়ার নবদ্বীপ পুরসভার প্রাচীন মায়াপুরের শ্রীচৈতন্য কলোনি এলাকায়। নিখোঁজদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।
মায়াপুরের শ্রীচৈতন্য কলোনি একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন শ্যামনগরের বাসিন্দা থেকে পূজা মুহুরী (২৪)। সঙ্গে ছিলেন তাঁর স্বামী এবং দেড় বছরের শিশুকন্যাও। শনিবার আনুমানিক বেলা ১২টা নাগাদ জনা দশেক আত্মীয়মিলে একটি নৌকায় চড়ে ভাগীরথী পেরিয়ে মায়াপুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁরা। সেই সময় হঠাৎ করে নৌকাটি নদীতে উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা বাকিদের উদ্ধার করতে পারলেও পূজা এবং তাঁর শিশুকন্যা তলিয়ে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা দু’জনের তল্লাশি শুরু করেছে।