বেলডাঙায় তৃণমূলে যোগ

প্রধানের বিরুদ্ধে অনাস্থা জমা পড়েছিল গত শুক্রবার। বেলডাঙা ১ ব্লকের চৈতন্যপুর ১ গ্রাম পঞ্চায়েতের মোট ১১ সদস্যের মধ্যে ৬ সদস্য সিপিএমের রাজ্জাক শেখের বিরুদ্ধে অনাস্থা জমা আনেন। শনিবার স্থানীয় তৃণমূল নেতারা দাবি করেন, প্রধান রাজ্জাক শেখ-সহ ৯ সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বেলডাঙা শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০২:২৬
Share:

প্রধানের বিরুদ্ধে অনাস্থা জমা পড়েছিল গত শুক্রবার। বেলডাঙা ১ ব্লকের চৈতন্যপুর ১ গ্রাম পঞ্চায়েতের মোট ১১ সদস্যের মধ্যে ৬ সদস্য সিপিএমের রাজ্জাক শেখের বিরুদ্ধে অনাস্থা জমা আনেন। শনিবার স্থানীয় তৃণমূল নেতারা দাবি করেন, প্রধান রাজ্জাক শেখ-সহ ৯ সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন। গত ভোটে ১১ সদস্যের মধ্যে বামফ্রন্ট ৮ ও কংগ্রেস তিনটি আসন পায়। শুক্রবারের অনাস্থায় বামের পাঁচ জন ও কংগ্রেসের এক জন সদস্য সই করেন। শনিবার পঞ্চায়েতের উপপ্রধান আরএসপির রঞ্জিত হালদার বলেন, ‘‘তৃণমূলের দাবি ভিত্তিহীন। ৯ জন নয়, প্রধান সহ তিন জন তৃণমূলে যোগ দিয়েছেন।’’ এ দিন প্রধান রাজ্জাক শেখের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বেলডাঙা ১ ব্লকের বিডিও শুভ্রাংশু মণ্ডল বলেন,‘‘অনাস্থা জমা পড়েছে। তবে ভোটাভুটির দিন স্থির হয়নি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement