—প্রতীকী চিত্র।
ঠাকুর দেখাতে নিয়ে যাওয়ার নাম করে প্রতিবেশী এক নাবালিকাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। ওই নিয়ে উত্তেজনা মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকায়। ‘নির্যাতিতা’র পরিবারের অভিযোগের ভিত্তিতে অবশেষে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে জেলা আদালত।
স্থানীয় সূত্রে খবর, বহরমপুর থানার বাসিন্দা এক নাবালিকাকে পুজো দেখাতে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যান প্রতিবেশী এক যুবক। নাবালিকার পরিবারের দাবি, ওই প্রতিবেশীর পরিবারের সঙ্গে সুসম্পর্ক থাকায় মেয়েকে তাঁর সঙ্গে ছাড়তে রাজি হয়ে যায় তারা। কিন্তু সেটাই ভুল হয়েছিল।
অভিযোগ, কোনও মণ্ডপে না-নিয়ে গিয়ে রাস্তায় দুই বন্ধুকে ডেকে নেন অভিযুক্ত যুবক। এর পর তাঁরা তিন জন জোর করে নাবালিকাকে একটি ইটভাটায় নিয়ে যায়। সেখানে গণধর্ষণ করা হয় স্কুলছাত্রীটিকে। রাতে একা একা বাড়ি ফেরে মেয়েটি। তার শারীরিক অবস্থা দেখে সকলে চমকে যান।
ঘটনাক্রমে সাটুই পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানায় নাবালিকার পরিবার। তার ভিত্তিতে অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ধৃতদের বহরমপুর আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক প্রত্যেককে জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর, ‘নির্যাতিতা’র শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তদন্ত চলছে।