Attack on Police

মাদক কারবারিকে ছাড়িয়ে নিয়ে যেতে পুলিশের ক্যাম্পে হামলা দুষ্কৃতীদের! মুর্শিদাবাদে গ্রেফতার ১১

মুর্শিদাবাদের লালগোলায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রেফতারও করা হয়েছে ১১ জনকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩২
Share:

—ফাইল ছবি।

মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক জনকে আটক করেছিল পুলিশ। তাঁকে ছাড়িয়ে নিয়ে যেতে পুলিশের ক্যাম্পে চড়াও দুষ্কৃতীরা! হাঁসুয়া-লাঠি নিয়ে হামলা চালানো হয় পুলিশকর্মীদের উপর। মুর্শিদাবাদের লালগোলায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ক্যাম্পে হামলা এবং মাদক কারবারে অভিযুক্তকে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে গ্রেফতারও করা হয়েছে ১১ জনকে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বেআইনি ভাবে মাদক কারবারের খবর রাধাকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়েছিল লালগোলা থানার পুলিশ। সেখান থেকে সাবির আহমেদ নামে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় ক্যাম্পে নিয়েআসা হয়েছিল। অভিযোগ, কিছু ক্ষণ পর ওই ক্যাম্প থেকে সাবিরকে ছিনিয়ে নিয়ে যেতেই হামলা চালায় দুষ্কৃতীরা। সোনারুল হক নামে এক যুবক ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর চড়াও হন। সেই ঘটনাকে কেন্দ্র করে পুলিশকর্মীদের সঙ্গে খণ্ডযুদ্ধও বাধে দুষ্কৃতীদের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা।

জেলা পুলিস সুপার সূর্যপ্রতাপ যাদব বলেন, ‘‘জিজ্ঞাসাবাদের জন্য এক জনকে আটক করে আনা হয়েছিল। তাকে ছাড়ানোর জন্য বেশ কিছু লোক কর্তব্যরত অফিসারদের উপর হামলা চালানোর চেষ্টা করে। হামলা ও আসামি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement