Coronavirus

Covid restriction in West Bengal: রাত ১০টা পর্যন্ত ৫০% গ্রাহক নিয়ে খোলা যাবে সেলুন, পার্লার, নয়া বিজ্ঞপ্তি নবান্নের

গত ২ জানুয়ারি রাজ্য সরকার জানিয়েছিল  ৩ জানুয়ারি থেকে সুইমিং পুল, স্পা, সেলুন, বিউটি পার্লার ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২২ ১১:২০
Share:

করোনাবিধি নিয়ে নয়া নির্দেশিকা জারি নবান্নের।

৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা যাবে সেলুন এবং বিউটি পার্লার। শনিবার নয়া নির্দেশিকা জারি করল নবান্ন।

গত ২ জানুয়ারি রাজ্য সরকার জানিয়েছিল ৩ জানুয়ারি থেকে সুইমিং পুল, স্পা, সেলুন, বিউটি পার্লার ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। সেই নির্দেশিকাই বহাল ছিল এ কয়েক দিন। কিন্তু এ বার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল সেলুন এবং বিউটি পার্লারের ক্ষেত্রে। তবে রাত ১০ দশটা পর্যন্ত খোলা থাকবে।

Advertisement

নয়া নির্দেশিকায় বলা হয়েছে, সমস্ত কোভিডবিধি মেনে সেলুন এবং বিউটি পার্লার খোলা রাখতে হবে। সেলুন এবং পার্লারের কর্মী এবং গ্রাহকদের দু’টি টিকাই নেওয়া আছে কি না তা নিশ্চিত করতে হবে মালিকদের।

শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ২১৩ জন। কলকাতায় আক্রান্ত সাত হাজার ৪৮৪ জন। শুধু মহানগরীতেই নয়, রাজ্যের প্রায় সব জেলাতেই বাড়ছে নতুন সংক্রমণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement