মৃতের নাম অরুণ রায়। Sourced by the ABP
গভীর রাত। আচমকা বিকট শব্দে কেঁপে উঠল গোটা এলাকা। এর পরেই দাউ দাউ করে
জ্বলতে শুরু করল একটি একতলা বাড়ি। আতঙ্কিত প্রতিবেশীরা বাইরে বেরিয়ে দেখলেন, ওই জ্বলন্ত বাড়িটির পাশে জলাশয়ের ধারের একটি গাছ থেকে ঝুলছে গৃহকর্তার দেহ। বুধবার রাত পৌনে ২টো নাগাদ এই ঘটনা ঘটেছে লিলুয়ার তাঁতিপাড়ায়।
পুলিশ জানিয়েছে, একটি বিস্ফোরণের শব্দ শুনে ঘুম থেকে উঠে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরা দেখেন, অরুণ রায় (৪৮) নামে এক জনের বাড়ি দাউ দাউ করে জ্বলছে। আর অরুণ পাশের একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছেন। ওই পরিস্থিতিতে প্রতিবেশীরাই জলাশয় থেকে বালতি করে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। পুলিশ এসে মৃতদেহ নামিয়ে হাওড়া জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, ওই দিন একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে অরুণের স্ত্রী ও সন্তান ঠাকুরনগরে গিয়েছিলেন। বাড়িতে একাই ছিলেন অরুণ। পুলিশের অনুমান, অরুণের সঙ্গে তাঁর স্ত্রীর বনিবনা ছিল না। তাঁরা একই বাড়িতে আলাদা থাকতেন। সম্ভবত সাংসারিক অশান্তির জেরেই গ্যাস সিলিন্ডার খুলে বাড়িতে আগুন লাগিয়েছিলেন অরুণ। তার পরে গাছ থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলে আত্মঘাতী হন তিনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে।