Urban Development Department

নিয়োগ প্রক্রিয়া নিয়ে ‘কড়া’ পুর দফতর

পুরসভা, পুরনিগম, নোটিফায়েড এলাকা, শিল্পনগর নিগম-সহ স্থানীয় পুর প্রশাসনে সমস্ত নিয়োগ ‘ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন’-এর (ডব্লিউবিএমএসসি) মাধ্যমে করার নির্দেশ দেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ০৯:৪৬
Share:
নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতর।

নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতর। —ফাইল চিত্র।

নিয়োগ-দুর্নীতি বিতর্কের মধ্যেই দফতর অধীনস্থ সমস্ত ক্ষেত্রে নিয়োগের নির্দিষ্ট নিয়ম উল্লেখ করে দিল রাজ্য নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতর। পুরসভা, পুরনিগম, নোটিফায়েড এলাকা, শিল্পনগর নিগম-সহ স্থানীয় পুর প্রশাসনে সমস্ত নিয়োগ ‘ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন’-এর (ডব্লিউবিএমএসসি) মাধ্যমে করার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা হাই কোর্টের সাম্প্রতিক নির্দেশের পরিপ্রেক্ষিতে উল্লিখিত নিয়ম মানার জন্য পুরসভা, পুরনিগম-সহ সমস্ত স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে দফতর।

কারণ, অভিযোগ উঠেছিল, ২০১৯ সাল থেকে ডব্লিউবিএমএসসি কার্যকর হওয়া সত্ত্বেও অনেক পুর প্রশাসনই তার মাধ্যমে নিয়োগ না করে সরাসরি নিয়োগ করছিল। ফলে পুরো প্রক্রিয়ায় অস্বচ্ছতা ও স্বজনপোষণের অভিযোগ ওঠে। এই নিয়ে মামলাও দায়ের হয়। সংশ্লিষ্ট মামলায় আদালত রাজ্যকে ‘ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন’-এর মাধ্যমে নিয়োগের জন্য নির্দেশ দেয়। তারই পরিপ্রেক্ষিতে গত মাসে দফতরের তরফে সংশ্লিষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে।

প্রশাসনিক কর্তাদের একাংশ জানাচ্ছেন, এই প্রক্রিয়া শুরুই করা হয়েছিল নিয়োগে
স্বচ্ছতা রাখার জন্য। ২০১৯ সালে সেই মর্মেই নির্দেশিকা জারি করা হয়েছিল। কিন্তু তার পরেও সেই নিয়মে বিচ্যুতি ঘটছে বলে অভিযোগ উঠেছিল। কিন্তু নিয়োগ-দুর্নীতির পাশাপাশি, আদালতের নির্দেশের পরে এ বিষয়ে আর কোনও বিতর্ক চাইছে না প্রশাসনের একাংশ। তাই ডব্লিউবিএমএসসি-র মাধ্যমে সব নিয়োগ হওয়ার কথা ফের মনে করিয়ে দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন