BJP

মঞ্চে দলবদলের ইঙ্গিত

গত শনিবার মেদিনীপুরে শাহের সভামঞ্চে শুভেন্দু অধিকারী-সহ ১০ জন বিধায়ক, এক জন সাংসদ, এক জন প্রাক্তন সাংসদ দল বদল করে বিজেপিতে যোগ দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০ ০৫:৫১
Share:

—ফাইল চিত্র

জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ফের রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপলক্ষ— ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে বিজেপির যুব মোর্চার কর্মসূচি। সেই সভাতেও কি ফের অন্য দল থেকে জনপ্রতিনিধি এবং নেতাদের বিজেপিতে যোগদান ঘটতে পারে? শুরু হয়েছে চর্চা। রাজ্য বিজেপির তরফে হাওড়া, হুগলি, মেদিনীপুর জ়োনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা সাংসদ জ্যোতির্ময় মাহাতো বলেন, ‘‘জানুয়ারিতে অমিতজির সভা হতে পারে। তৃণমূল-সহ অন্য দলের অনেক নেতা এবং জনপ্রতিনিধি আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁদের কেউ কেউ অমিতজির সভায় বিজেপিতে যোগদানও করতে পারেন।’’

Advertisement

গত শনিবার মেদিনীপুরে শাহের সভামঞ্চে শুভেন্দু অধিকারী-সহ ১০ জন বিধায়ক, এক জন সাংসদ, এক জন প্রাক্তন সাংসদ দল বদল করে বিজেপিতে যোগ দেন। রবিবার বোলপুরে সভা রোড শো করেন শাহ। জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিজেপির যুব মোর্চার কর্মসূচিতে রাজ্যে আসতে পারেন বলে জল্পনা চলছে। তবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘প্রধানমন্ত্রী ভোটের প্রচারে রাজ্যে আসবেন। কিন্তু জানুয়ারি মাসে দলীয় কর্মসূচিতে তাঁর আসার কথা নেই। স্বামী বিবেকানন্দের জন্মদিনে অমিতজির আসার ব্যাপারে চর্চা চলছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement