আট বছর পর নিখোঁজ বোনকে ভাইয়ের হাতে তুলে দিল পুলিশ। সোমবার ঘটনাটি ঘটেছে মহেশতলা থানা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিনঘাটা থানা এলাকার মালিয়াডাঙার শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন অঞ্জু বিশ্বাস নামে এক মহিলা। রবিবার রাতে মহেশতলা এলাকায় উদ্দেশ্যহীন ভাবে এক মহিলাকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। তারপরই ওই মহিলাকে থানায় নিয়ে এসে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। জানা যায়, ওই মহিলার ভাইয়ের নাম মোমিন মণ্ডল। হরিনঘাটা থানার সঙ্গে যোগাযোগ করা হয়। এ দিন মোমিন মহেশতলা থানায় এসে অঞ্জুকে বোন বলে স্বীকার করে নেন।
এক তদন্তকারী অফিসারের কথায়, অঞ্জু বিবাহিত। তিন মেয়ে ও স্বামী রয়েছে। অঞ্জু নিখোঁজ হওয়ার পর তাঁর স্বামী ফের বিয়ে করেছেন। হরিনঘাটা থেকে নিখোঁজ হওয়ার পর নানা জায়গায় ভবঘুরের মতন ছিলেন অঞ্জু। তদন্তকারী অফিসারদের জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, কোথাও তিনি পরিচারিকার কাজ করেছেন। চায়ের দোকানেও কাজ করেছেন। এ দিন বোনকে নিজের বাড়িতেই রাখবেন বলে তদন্তকারী অফিসারদের জানিয়েছেন পেশায় দিনমজুর ভাই মোমিন।