মহম্মদ সেলিম। —ফাইল চিত্র।
সমাজমাধ্যমে ‘অবমাননাকর’ পোস্টের অভিযোগে তৃণমূল কংগ্রেসের এক সমর্থকের বিরুদ্ধে লালবাজারের সাইবার অপরাধ বিভাগের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
ই-মেল মারফত অভিযোগ জানিয়ে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় পদক্ষেপের কথা বলেছেন তিনি। তৃণমূলের সমর্থক পরিচয়ে ওই ব্যক্তি এক্স হ্যান্ডলে সক্রিয় এবং বিরোধী পক্ষকে নানা আক্রমণ করে থাকেন। আর জি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের শিকার চিকিৎসকের জন্য বিচারের দাবিতে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে সেলিমের অংশগ্রহণের একটি ছবি পোস্ট করেছিলেন এক সিপিএম সমর্থক। সেই পোস্টকে ‘ট্যাগ’ করেই ওই ব্যক্তি লেখেন, ‘এক জন ধর্ষক এক ধর্ষিতার বিচারের জন্য স্বাক্ষর সংগ্রহ করছে’।
লালবাজারে সেলিমের অভিযোগ, ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ভাবেই সমাজমাধ্যমে নানা ধরনের বিকৃত পোস্ট করে তাঁর এবং দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে, বিদ্বেষ ছড়ানো হচ্ছে। এই প্রবণতা বন্ধ করতে প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন। প্রসঙ্গত, গত সপ্তাহেই সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় লালবাজারে অভিযোগ করেছিলেন, তাঁর নামে সমাজমাধ্যমে প্রোফাইল খুলে (যা তাঁর নিজের নয়) বিকৃত এবং প্ররোচনামূলক বক্তব্য প্রচার করা হচ্ছে। তবে তার পরে পুলিশ কোনও ব্যবস্থা নিয়েছে বলে জানা যায়নি। এরই মধ্যে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে এক মহিলা সাংবাদিক যৌন হেনস্থার অভিযোগ করার পরে প্রাক্তন বিধায়ককেথানায় ডেকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে।