শান্তিনিকেতনে আসছেন মোদী

বিশ্বভারতীর সমাবর্তন উৎসবে যোগ দিতে শান্তিনিকেতনে আসছেন প্রতিষ্ঠানের আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সন্ধ্যায় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক বিশ্বভারতীকে এ কথা জানিয়েছে। বিশ্বভারতীর অস্থায়ী উপাচার্য অধ্যাপক স্বপন দত্ত বলেন, “সমাবর্তনে আসার জন্য আচার্যকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শান্তিনিকেতন শেষ আপডেট: ১৩ মে ২০১৬ ০৩:১৯
Share:

বিশ্বভারতীর সমাবর্তন উৎসবে যোগ দিতে শান্তিনিকেতনে আসছেন প্রতিষ্ঠানের আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সন্ধ্যায় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক বিশ্বভারতীকে এ কথা জানিয়েছে। বিশ্বভারতীর অস্থায়ী উপাচার্য অধ্যাপক স্বপন দত্ত বলেন, “সমাবর্তনে আসার জন্য আচার্যকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। বৃহস্পতিবার মন্ত্রকের তরফে জানান হয়েছে, তিনি সম্মতি দিয়েছেন।” স্বপনবাবু জানান, সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গে আলোচনা করে সমাবর্তনের দিন শীঘ্রই ঠিক করা হবে। ২০০৮ সালে শেষ বার বিশ্বভারতীর সমাবর্তনে এসেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী তথা আচার্য মনমোহন সিংহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement