coronavirus

তিন দিন ধরে নিখোঁজ, অবশেষে হাসপাতালেই দেহ মিলল কোভিড আক্রান্তের

ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হাতোয়াড়ার পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পুরুলিয়া শেষ আপডেট: ০৭ মে ২০২১ ২১:৪০
Share:

পুরুলিয়ার কোভিড হাসপাতাল নিজস্ব চিত্র

চিকিৎসাধীন অবস্থায় কোভিড হাসপাতাল থেকে নিখোঁজ। তার তিন দিন পর ওই হাসপাতাল থেকেই উদ্ধার হল রোগীর মৃতদেহ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হাতোয়াড়ার পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

পুলিশ প্রশাসন সূত্রে খবর, গত ২৫ এপ্রিল বাগমুন্ডি থানার তুন্তুরি গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক মদনমোহন মাহাত (৭৩) সদর হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। সেখানে তাঁর করোনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে। তার পরই তাঁকে সেখান থেকে সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। আত্মীয়দের অভিযোগ, ওই দিনের পর একাধিক বার হাসপাতালে গিয়েও তাঁর সঙ্গে দেখা করা যায়নি। এর পর গত ৪ মে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে ফোন করে পরিবারকে জানানো হয়, হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন ওই ব্যক্তি। পুলিশকে প্রাথমিক ভাবে জানানো হলেও সরকারি ভাবে কোনও নিখোঁজের মামলা দায়ের হয়নি।

Advertisement

জানা যায়, ওই ঘটনার ৩ দিন পর জেলা-পরিদর্শনে আসেন নতুন জেলাশাসক ও পুলিশ সুপার। ঠিক তার কয়েক ঘণ্টা আগেই হাসপাতাল থেকে উদ্ধার হয় ওই নিখোঁজ ব্যক্তির দেহ। গোটা ঘটনায় সন্দেহ প্রকাশ করেছে মৃতের পরিবার। দুপুরে হাসপাতাল পরিদর্শনের পর জেলাশাসক রাহুল মজুমদার বলেন, ‘‘নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে হাসপাতালেই পাওয়া যায়। গোটা ঘটনার তদন্ত হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement