Partha Chaterjee

Partha Chatterjee: পরিষদীয় মন্ত্রী পার্থ ইডি হেফাজতে, বিধানসভার কাজে সমস্যা হবে না, বললেন স্পিকার

পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুপস্থিতিতে বিধানসভার কাজে প্রভাব পড়বে না বলে জানিয়ে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২২ ২০:৩৭
Share:

পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুপস্থিতিতে বিধানসভার কাজে সমস্যা হবে না, জানালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র

পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হেফাজতে। তাই প্রভাব পড়তে পারে বিধানসভার কাজে। এমনই সম্ভাবনার কথা শোনা গিয়েছিল প্রশাসনিক মহলে। কিন্তু মঙ্গলবার বিধানসভায় বন মহোৎসবের উদ্বোধনে এসে এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তেমন সম্ভাবনার কথা খারিজ করে দিলেন। স্পিকার বলেন, ‘‘আমি মনে করি না পরিষদীয় কাজ বন্ধ হবে। রাজ্য সরকার রয়েছে, বিধানসভার কার্যাবলী রয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘যে কেউ যে কোনও সময় অসুস্থ হয়ে পড়তে পারেন। তা বলে বিধানসভার কাজে তার প্রভাব পড়বে না। পরিষদীয় প্রতিমন্ত্রীরা তো রয়েইছেন।’’

Advertisement

প্রসঙ্গত, পার্থর পাশাপাশি, পরিষদীয় দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী ও সন্ধ্যারাণী টুডু। এ ছাড়াও তৃণমূল পরিষদীয় দলের দায়িত্বে রয়েছেন মুখ্যসচেতক নির্মল ঘোষও উপমুখ্যসচেতক তাপস রায়। মনে করা হচ্ছে, বিধানসভার কাজে দায়িত্বপ্রাপ্ত এই সব মন্ত্রী বিধায়ককেই বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করতে বলেছেন স্পিকার।

তবে সতীর্থের পাশে দাঁড়িয়ে স্পিকার বলেন, ‘‘কী ভাবে কী হচ্ছে না হচ্ছে তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। আজ যাঁরা মুচকি হাসছেন, ক’দিন পর তাঁদেরও এই অবস্থা হতে পারে।’’ পাশাপাশি বিরোধী বিজেপি তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম না করে সমালোচনা করেন তিনি। স্পিকার বলেন, ‘‘বিরোধীরা বিধানসভায় আসেন না। বাইরে গিয়ে বক্তব্য জানান। বন মহোৎসবের কার্ডেও বিরোধী দলনেতার নাম দেওয়া হয়েছিল। কিন্তু তিনি আসেননি, এটা ঠিক নয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement