তৃণমূলকে তোপ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর

মহেন্দ্র জানান, স্বামী বিবেকানন্দের শিকাগো-বক্তৃতার ১২৪ বছর পূর্তি উপলক্ষে আগামী ১১ সেপ্টেম্বর কেন্দ্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে ওই ভাষণ প্রচার করবে। মমতা তারও বিরোধিতা করলে রাজ্যবাসী তাঁর বিদায় নিশ্চিত করবে বলে মন্ত্রীর দাবি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৭ ০৩:৩৩
Share:

মহেন্দ্র পাণ্ডে

কলকাতায় এসে রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী মহেন্দ্র পাণ্ডে।

Advertisement

জাতীয় স্তরে বিজেপি বিরোধী মহাজোট গঠনের লক্ষ্যে এ দিনই পটনার গাঁধী ময়দানে লালুপ্রসাদ যাদবের আয়োজিত সমাবেশে বক্তৃতা করেন মমতা। ওই প্রসঙ্গ তুলে এ দিন কলকাতায় বিজেপির রাজ্য দফতরের সামনে একটি দলীয় কর্মসূচিতে মহেন্দ্র বলেন, ‘‘অনেক আগে একটা ফিল্ম এসেছিল— ‘চোর মাচায়ে শোর’। পটনার গাঁধী ময়দানে ওটাই চলছে। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে অভিযানে নেমেছেন। তাই ওখানে সব চোর একজোট হয়ে তাঁর বিরুদ্ধে, বিজেপি-র বিরুদ্ধে চিৎকার করছে!’’ মন্ত্রীর সংযোজন, ‘‘নীতীশ কুমার কংগ্রেসের হাত ছেড়ে চলে এসেছেন। এখন এক নতুন চোর, যারা নারদ কেলেঙ্কারি এবং সারদায় টাকা চুরি করেছে, তারা ওই জোটে ঢুকে পড়েছে।’’ মমতার বিজেপিমুক্ত ভারত গড়ার ডাকের জবাবে মহেন্দ্রর হুঁশিয়ারি, ‘‘উনি বরং নিজের চলে যাওয়ার সময় হিসাব করুন।’’ দুর্গাপুজোর বিজয়া দশমীতে বিসর্জন এবং মহরমের শোভাযাত্রা একসঙ্গে হওয়া আটকাতে মুখ্যমন্ত্রী ওই দিন বিকেল চারটের পর প্রতিমা নিরঞ্জনে নিষেধাজ্ঞা জারি করেছেন। এই প্রেক্ষিতে মহেন্দ্র বলেন, ‘‘উনি তোষণের রাজনীতির জন্য দুর্গাপুজোর বিসর্জনে বাধা দিচ্ছেন। বিজেপি এর বিরোধিতা করবে এবং ওঁকে বাংলা থেকে সরাবে।’’ মহেন্দ্র জানান, স্বামী বিবেকানন্দের শিকাগো-বক্তৃতার ১২৪ বছর পূর্তি উপলক্ষে আগামী ১১ সেপ্টেম্বর কেন্দ্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে ওই ভাষণ প্রচার করবে। মমতা তারও বিরোধিতা করলে রাজ্যবাসী তাঁর বিদায় নিশ্চিত করবে বলে মন্ত্রীর দাবি।

বিজেপির তরফে এ ধরনের আক্রমণ অবশ্য নতুন নয়। এর আগে যত বার তাঁরা এমন আক্রমণ করেছেন, তত বারই তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ‘‘বাইরে থেকে লোক এনে এই সব বলে পশ্চিমবঙ্গে সুবিধে করা যাবে না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement