ভূমিকম্প অনুভূত হল দিল্লি ও উত্তরপ্রদেশে। প্রতীকী চিত্র
মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ এই কম্পন অনুভূত হয়, রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৩.৬। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল হাওড়া জেলায় মাটির ১২ কিলোমিটার গভীরে।
কম্পন অনুভূত হয়েছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন, বেলদা, ঘাটালে। হুগলিতেও কম্পন অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ডের জন্য এই কম্পন স্থায়ী ছিল। কম্পন টের পেয়েই ঘর-বাড়ি ছেড়ে আতঙ্কে রাস্তায় নেমে আসে মানুষজন। ভূমিকম্পে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
ঠিক এক সপ্তাহ আগেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল পুরুলিয়া-সহ ঝাড়খণ্ড লাগোয়া বেশ কিছু অঞ্চল। গত ২৮ জুলাই রাত আড়াইটে নাগাদ কেঁপে ওঠে পুরুলিয়া। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪। কম্পনের কেন্দ্রবিন্দু ছিল পুরুলিয়া থেকে ১০ কিলোমিটার গভীরে।
আরও পড়ুন: অধ্যাপক হতে চেয়েছিলেন হৃষীক, ‘অবসাদে আত্মহত্যা’ মানতেই পারছেন না
আরও পড়ুন: গুজবে কান দেবেন না, রাজ্যে শান্তি বজায় রাখুন, আহ্বান জানালেন জম্মু-কাশ্মীরের