সন্ধ্যাদেবীর সমর্থনে নবীনদের প্রচার শহরে

মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সন্ধ্যা রায়ের সমর্থনে এ বার প্রচারে নামল নবীন প্রজন্মও। মঙ্গলবার খড়্গপুর শহরের খরিদা থেকে গোলবাজার রাম মন্দির পর্যন্ত তৃণমূলের এই মিছিলে পা মিলিয়েছেন যে সব ছাত্রছাত্রীরা তাঁদের প্রত্যেকেই বয়স ১৮ থেকে ২২ বছর। বাংলা চলচ্চিত্র জগতের পুরনো দিনের অভিনেত্রী সন্ধ্যা রায়কে নবীন প্রজন্ম চেনে না বলে বিরোধীদের প্রচারের জবাব দিতেই এ দিনের এই মিছিল বলে তৃণমূল সূত্রে খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৪ ০১:৩৭
Share:

তৃণমূল প্রার্থীর সমর্থনে খড়্গপুরে কলেজ পড়ুয়াদের মিছিল। —নিজস্ব চিত্র।

মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সন্ধ্যা রায়ের সমর্থনে এ বার প্রচারে নামল নবীন প্রজন্মও। মঙ্গলবার খড়্গপুর শহরের খরিদা থেকে গোলবাজার রাম মন্দির পর্যন্ত তৃণমূলের এই মিছিলে পা মিলিয়েছেন যে সব ছাত্রছাত্রীরা তাঁদের প্রত্যেকেই বয়স ১৮ থেকে ২২ বছর। বাংলা চলচ্চিত্র জগতের পুরনো দিনের অভিনেত্রী সন্ধ্যা রায়কে নবীন প্রজন্ম চেনে না বলে বিরোধীদের প্রচারের জবাব দিতেই এ দিনের এই মিছিল বলে তৃণমূল সূত্রে খবর।

Advertisement

জেলার দুই তারকা প্রার্থী অভিনেত্রী সন্ধ্যা রায় ও অভিনেতা দেবের নাম ঘোষণার পর থেকেই উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেস। তবে যুব প্রজন্মের কাছে ‘খোকাবাবু’কে নিয়ে যে উন্মাদনা তা স্বাভাবিকভাবেই বাবা তারকনাথের ‘সুধা’কে নিয়ে নেই বললেই চলে। তবে প্রবীণদের কাছে সন্ধ্যাদেবীর জনপ্রিয়তা তুঙ্গে। আর এই বিষয়টিকেই হাতিয়ার করেছে বিরোধীরা। কিন্তু এ দিনের তৃণমূলের মিছিল বিরোধাীদের সেই প্রচারে কার্যত জল ঢেলে দিয়েছে। মঙ্গলবার দলের ছাত্র সংগঠনের পরিচালনায় প্রায় কয়েকশো ছাত্রছাত্রী নিয়ে শহর খড়্গপুরে খরিদা থেকে মিছিল করে। নেতৃত্বে ছিলেন শহর তৃণমূল সভাপতি দেবাশিস চৌধুরী, শহর তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি রাজা রায়, খড়্গপুর কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক প্রসূন চক্রবর্তী প্রমুখ।

মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রচার শুরু হলেও এত দিন সন্ধ্যার রায়ের সমর্থনে পড়ুয়াদের নিয়ে কোনও মিছিল চোখে পড়েনি। শহর তৃণমূল সভাপতি দেবাশিস চৌধুরী বলেন, “আমরা প্রার্থীকে জয়ী করতে সর্বক্ষেত্রে প্রচারে জোর দিয়েছি। এক্ষেত্রে ছাত্র, যুব, শ্রমিক-সহ দলের বিভিন্ন গন সংগঠনগুলিকে দিয়ে প্রচার শুরু করব। এ দিন ছাত্র সংগঠনের মাধ্যমে সেই প্রচার শুরু করলাম।”মিছিলে সামিল হওয়া কলেজ পড়ুয়া জয়তী দাস, অভিষেক পালদের কথায়, “এখানকার প্রার্থী হওয়ায় সন্ধ্যাদেবীকে আরও ভাল করে চিনছি। আর যে বন্ধুরা চেনে না বলে বিভিন্ন রাজনৈতিক দল প্রচার করছে সেই বন্ধুদের চেনাতে আমরা পথে নেমেছি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement