পূর্ব মেদিনীপুর জেলায় সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর জেলা সম্পাদক পদে বহিষ্কৃত নেতা লক্ষ্মণ শেঠের উত্তরসূরী হিসেবে বেছে নেওয়া হল দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুব্রত পণ্ডাকে। ঙ্গলবার তমলুকে সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা কার্যালয়ে সিটু’র জেলা কাউন্সিলের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব ছাড়াও সিটু’র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রতন বাগচিও হাজির ছিলেন।
সিপিএমের দলীয় সূত্রে জানা গিয়েছে, দলের শ্রমিক সংগঠন সিটু’র জেলা সম্পাদক পদে দীর্ঘদিন ধরেই ছিলেন তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ। হলদিয়া শিল্পাঞ্চলে নেতৃত্ব দেওয়ার সুবাদে লক্ষ্মণবাবু দীর্ঘদিন ধরেই ওই পদে বহাল ছিলেন। কিন্তু নন্দীগ্রাম নিখোঁজ মামলায় অভিযুক্ত হয়ে লক্ষ্মণবাবু ২০১১ সালের নভেম্বর মাস থেকে আত্মগোপনের পরে তাঁর অনুপস্থিতিতে অস্থায়ীভাবে সিটু’র জেলা কার্যকরী সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয় লক্ষ্মণ-ঘনিষ্ঠ হলদিয়ার নেতা প্রণব দাসকে। কিন্তু দলবিরোধী কাজের অভিযোগে গত মার্চ মাসে লক্ষ্মণবাবু সিপিএম থেকে বহিষ্কার হন। একই অভিযোগে সম্প্রতি দল থেকে বহিষ্কৃত হন প্রণব দাসও। গত ১১ সেপ্টেম্বর সিটু’র রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী প্রণব দাসকে সিটু’র কার্যকরী জেলা সম্পাদক পদ থেকে অপসারণ করা হয়।
এরপরই মঙ্গলবার সিটুর রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে শ্রমিক সংগঠনের নেতা তথা সিপিএম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুব্রত পণ্ডাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিটু’র জেলা সভাপতি পদে থাকছেন নির্মল জানা। এগরা মহকুমার বাসিন্দা সুব্রত পণ্ডাকে সিটু’র জেলা কার্যকরী সম্পাদক পদের দায়িত্ব দেওয়ার পাশাপাশি এ দিন বৈঠকে সিটু’র জেলা সম্পাদকমণ্ডলীতে আরও কয়েকজনকে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিটু’র জেলা সম্পাদকমণ্ডলীতে স্থান পেয়েছেন হলদিয়ার নেতা শ্যামল মণ্ডল, বিমান মিস্ত্রি, লক্ষ্মীকান্ত সামন্ত, কাঁথির কানাই মুখোপাধ্যায়, বিষ্ণুপদ মান্না, কালীপদ দাসমহাপাত্র, কোলাঘাটের মৃত্যুঞ্জয় ওঝা প্রমুখ।
শ্রমিক সংগঠনে রদবদলের সিদ্ধান্তের কথা স্বীকার করে সিটু’র জেলা সভাপতি নির্মল জানা বলেন, “এ দিনের বৈঠকে সংগঠনের জেলা কার্যকরী সম্পাদক পদে সুব্রত পণ্ডাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও সংগঠনের জেলা সম্পাদকমণ্ডলীতে কয়েকজনকে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। এ দিন দলের জেলা কার্যালয়ে রবীন দেবের উপস্থিতিতে সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর বৈঠকে দলের কৃষক সংগঠন কৃষকসভার তরফে জাঠা কর্মসূচি পালনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। দ্রব্যমূল্য বৃদ্ধিরোধ, রাজ্যে নারী নির্যাতন বন্ধ, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ফেরানো ও সারদাকাণ্ডে জড়িতদের শাস্তি-সহ ১০ দফা দাবি নিয়ে আগামী ১৫ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত জেলার প্রতিটি গ্রামে কৃষকসভার তরফে জাঠা মিছিলের কর্মসূচি নেওয়া হয়েছে। ১৮ অক্টোবর হলদিয়া মহকুমায় জাঠা মিছিলে নেতৃত্ব দেবেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।