ডাকঘর আমানত প্রকল্পে তিন সঞ্চয়কারীর টাকা তছরুপের অভিযোগে খেজুরি উপ-ডাকঘরের ডাক সহায়ক সুরেশ মণ্ডলের দুই বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা হল। বুধবার কাঁথি আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সুকুমার রায় এই ঘোষণা করেন। সরকারি আইনজীবী তপন কুমার মাইতি জানান, ২০১০-এ ৫ জানুয়ারি ডাকঘরের পক্ষে খেজুরি থানায় সুরেশ মণ্ডলের নামে উপ-ডাকঘরের সঞ্চয় আমানত প্রকল্পের তিন সঞ্চয়কারীর ৩৭০০০ টাকা তছরুপের অভিযোগ দায়ের হয়। গ্রেফতার করা হয় সুরেশবাবুকে। তিনি পরে টাকা ফেরতও দেন। বুধবার সেই মামলার রায়েই বিচারক সুরেশ মণ্ডলকে এমন সাজা শোনান।