লোকসভা নির্বাচনোত্তর রাজনৈতিক পরিস্থিতিতে দলের ভূমিকা নিয়ে আলোচনার জন্য আজ, রবিবার সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা জেলা কমিটির এক বর্ধিত সভা ডাকা হয়েছে। তমলুকের নিমতৌড়ি সংলগ্ন কুলবেড়িয়ায় দলের জেলা কার্যালয়ে। এই সভায় উপস্থিত থাকার কথা দলের পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র এবং রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেবের। ভোটের আগেই দলবিরোধী কাজের অভিযোগে প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠকে বহিষ্কার করেছে সিপিএম। ভোট মিটতেই লক্ষ্মণ-ঘনিষ্ঠ জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অমিয় সাহু, প্রণব দাস-সহ একাধিক জেলা কমিটির সদস্যদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে দলের দুই শীর্ষ নেতার উপস্থিতিতে আজকের বৈঠক জেলা সিপিএমের প্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এ দিকে, লক্ষ্মণ শেঠকে বহিষ্কারের সময় দলের পাশে দাঁড়ালেও সম্প্রতি লক্ষ্মণ-জায়া তমালিকা পন্ডা শেঠের সঙ্গে সিপিএমের জেলা নেতৃত্বের দূরত্ব তৈরি হয়েছে বলেই দলের অন্দরের খবর। গত বৃহস্পতিবার দলের জেলা সম্পাদকমণ্ডলীর বৈঠকে যোগ দেননি তমালিকাদেবী। সিপিএম সূত্রের খবর, দলের জেলা নেতৃত্বের বিরূদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে জেলা সম্পাদক প্রশান্ত প্রধানকে চিঠিও দিয়েছেন তমালিকাদেবী। এ নিয়ে সিপিএমের অন্দরে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। তমালিকাদেবীর চিঠি নিয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি প্রশান্তবাবু।
তাঁর পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে দলের রাজ্য কমিটি তদন্ত কমিশন গড়ার পরে দলের রাজ্য সম্পাদকে চিঠি দিয়ে নানা অভিযোগ তুলে দলের সদস্য পদ নবীকরণ না করার ইচ্ছা জানিয়েছিলেন লক্ষ্মণ শেঠ। সিপিএমের গড়া কমিশন অবশ্য তদন্ত প্রক্রিয়া চালাতে থাকে। এরপরেই সিপিএম রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দাগেন লক্ষ্মণবাবু। আর তার জেরে লোকসভা ভোটের আগে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তাঁকে বহিষ্কার করে দল। অন্য দিকে, গত ১৮ ফেব্রুয়ারি তমলুকে সিপিএম জেলা কার্যালয়ে আসা তদন্ত কমিশনের সদস্যরা ঘেরাও-বিক্ষোভের মুখে পড়ে। সেই ঘটনারও তদন্ত করে দল। তদন্ত শেষে সম্প্রতি জেলা সম্পাদক মণ্ডলীর লক্ষ্মণ-ঘনিষ্ঠ চার সদস্যকে সাসপেন্ড করা হয়েছে। সরাসরি বহিষ্কার করা হয়েছে লক্ষ্মণ-অনুগামী আরও এক নেতাকে। তমালিকাদেবী তাঁর চিঠিতে এই সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন বলে সিপিএম সূত্রের খবর। সূর্যকান্তবাবু, রবীনবাবুদের মতো নেতাদের উপস্থিতিতে আজকের সভায় এই প্রসঙ্গগুলি আলোচিত হয় কিনা, সেটাই এখন দেখার।
আজ, রবিবারই নিমতৌড়ি স্মৃতি সৌধে দলের সাংগঠনিক ও ২১ জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি নিয়ে বৈঠক করবেন তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী ও দলের জেলা সভাপতি শিশির অধিকারী।