ক্রিকেটে চ্যাম্পিয়ন ভিএসপি

মেদিনীপুরজেলা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ভিএসপি ইলেভেন। রবিবার ফাইনালে তারা বিএনআর ইউনাইটেডকে ২ উইকেটে পরাজিত করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৬ ০২:৫৭
Share:

অরবিন্দ স্টেডিয়ামে চলছে প্রতিযোগিতা। (ইনসেট) জয়ী ভিএসপি একাদশের খেলোয়াড়দের উল্লাস। — সৌমেশ্বর মণ্ডল।

মেদিনীপুরজেলা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ভিএসপি ইলেভেন। রবিবার ফাইনালে তারা বিএনআর ইউনাইটেডকে ২ উইকেটে পরাজিত করেছে। গত ৮ এপ্রিল থেকে মেদিনীপুরে শুরু হয়েছিল জেলা ক্রিকেট টুর্নামেন্ট। উদ্যোক্তা মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থা। এর আগে মহকুমাস্তরেও ক্রিকেট টুর্নামেন্ট হয়।

Advertisement

এ দিন মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে ফাইনাল হয়। মুখোমুখি হয় খড়্গপুরের বিএনআর ইউনাইটেড এবং মেদিনীপুরের ভিএসপি ইলেভেন। নির্ধারিত ওভার ছিল ৩০। প্রথমে ব্যাট করতে নেমে ২৬ ওভারে সব উইকেট হারিয়ে বিএনআর করে ১৬৫ রান। জবাবে ২৩.১ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভিএসপি। তাদের ইনিংস শেষ হয় ১৬৯ রানে। একটা সময় পরপর উইকেট হারিয়ে ভিএসপিও চাপে পড়ে গিয়েছিল। সেই সময় দলের হাল ধরেন চয়ন ঘোষ। চয়ন ৩৩ বলে ৫০ রানের ইনিংস খেলেন। দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। প্রত্যাশিত ভাবেই ম্যাচের সেরা হন চয়ন। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। ছিলেন প্রাক্তন ক্রিকেটার চন্দ্রশেখর নায়ডু, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বিনয় দাস মাল, বিদ্যুৎ বসু, সঞ্জীত তোরই প্রমুখ। এদিন মেদিনীপুরে প্রচুর গরম ছিল। বেলা গড়াতেই তাপমাত্রার পারদ চড়তে থাকে। রোদ মাথায় নিয়েই দুপুরে মাঠে নামেন খেলোয়াড়রা। জেলা ক্রীড়া সংস্থার বক্তব্য, এই ক্রীড়াসূচি পূর্ব নির্ধারিত। তাই পরিবর্তন আনা যায়নি। ফাইনাল ম্যাচটা করতেই হত। কারণ, সামনে রাজ্য ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে। মেদিনীপুরের ক্রিকেটের প্রসারেও এই টুর্নামেন্ট সহায়ক হবে বলে মনে করছেন জেলার ক্রীড়া- কর্তারা। টুর্নামেন্ট থেকে নতুন কিছু প্রতিভাও সামনে এসেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement