নিম্নমানের কাজ দেখাচ্ছেন গ্রামের মানুষ। বৃহস্পতিবার। নিজস্ব চিত্র।
নিম্নমানের সামগ্রী ব্যবহার হচ্ছে, এই অভিযোগ তুলে রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দিলেন গ্রামের একাংশ মানুষ। বৃহস্পতিবার কেশিয়াড়ির আনাড় এলাকার ঘটনা।
কেশিয়াড়ি-বাঘাস্তি সাড়ে পাঁচ কিলোমিটার গ্রাম সড়কটি মেরামতের কাজ শুরু হয়েছে। এ দিন রাস্তার কাজ চলার সময় গ্রামের কয়েকজন মানুষ অভিযোগ করেন, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে। তাঁদের আরও অভিযোগ, প্রয়োজনীয় সামগ্রী যথাযথ দেওয়া হচ্ছে না। ফলে কাজের পর পিচের আস্তরণ উঠে যাচ্ছে। এ দিন ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়দের একাংশ। কাজ বন্ধ করে দেন তাঁরা। ঠিকাদার সংস্থার সুপারভাইজ়ারও এ দিন কাজে 'ত্রুটি’র কথা মেনে নেন। কেন ত্রুটি? সুপারভাইজ়ার গোকুল খিলা বলেন, ‘‘শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে। ত্রুটি হতে পারে। যে রাসায়নিক ব্যবহার করা হচ্ছে তার পরিমাণের কমবেশি হয়ত হতে পারে। এর পর সঠিকভাবে কাজ হবে।’’
প্রশাসন সূত্রে খবর, কেশিয়াড়ি-বাঘাস্তি গ্রাম সড়কটি বেহাল হয়েছিল। সম্প্রতি সাড়ে পাঁচ কিলোমিটার পিচের রাস্তার কাজ শুরু হয়েছে। কয়েকদিন বন্ধ থাকার পর এ দিন কাজ শুরু হলে এলাকার মানুষ নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ তোলেন। যদিও বিষয়টি নিয়ে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ভাগবত পইড়া বলেন, ‘‘বিষয়টি জানা নেই। যদি অভিযোগ সঠিক হয় তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’’