সময়ের আগে ক্লিকেই কি বিপত্তি!
Education

পোর্টালে ‘ভিড়’, প্রশ্ন পেতে দেরি

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবশ্য বক্তব্য, নির্দিষ্ট সময়ের আগেই বহু পড়ুয়া পোর্টালে এক সঙ্গে গিয়ে প্রশ্ন ডাউনলোডের চেষ্টা করছেন। এতে কিছু ক্ষেত্রে সার্ভারে প্রচন্ড চাপ সৃষ্টি হচ্ছে। তবে এ দিনের পরীক্ষা নির্বিঘ্নেই হয়েছে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাঁথি শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২০ ০১:২৪
Share:

—ফাইল চিত্র

অনলাইনে পরীক্ষা শুরু হয়েছে বিদ্যাসাগর বিশ্ব বিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতে। ষষ্ঠ সিমেস্টার, তৃতীয় বর্ষের স্নাতক এবং সাধারণ বিভাগের পড়ুয়ারা ওই পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষার প্রথম দু’দিন নির্বিঘ্নে পার হলেও কিছুটা তাল কাটল সোমবার। সার্ভার সমস্যার জন্য পূর্ব মেদিনীপুরের বিভিন্ন কলেজের বহু পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে প্রশ্নপত্র ডাউনলোড করতে গিয়ে সমস্যার মুখে পড়েছেন বলে অভিযোগ। দাবি, সমস্যা দেখা গিয়েছে উত্তরপত্র আপলোড করতে গিয়েও। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবশ্য বক্তব্য, নির্দিষ্ট সময়ের আগেই বহু পড়ুয়া পোর্টালে এক সঙ্গে গিয়ে প্রশ্ন ডাউনলোডের চেষ্টা করছেন। এতে কিছু ক্ষেত্রে সার্ভারে প্রচণ্ড চাপ সৃষ্টি হচ্ছে। তবে এ দিনের পরীক্ষা নির্বিঘ্নেই হয়েছে।

Advertisement

এ দিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে বিশ্ববিদ্যালয়ের পোর্টালে বিপত্তি দেখা দেয় বলে অভিযোগ। অভিযোগ, এর জেরে প্রশ্নপত্র এবং বিশ্ববিদ্যালয়ের তরফে পাঠানো উত্তর লেখার সাদা কাগজ ডাউনলোডে ব্যর্থ হন কাঁথি প্রভাতকুমার কলেজ, রামনগর কলেজ, দেশপ্রাণ কলেজ, মুগবেড়িয়া গঙ্গাধর কলেজের বহু পরীক্ষার্থী। বাধ্য হয়ে অনেকে কলেজে গিয়ে অধ্যক্ষদের কাছ থেকে প্রশ্নপত্র সংগ্রহ করেন। এ দিন অধ্যক্ষদেরও ই-মেলে বিশ্ববিদ্যালয়ের তরফে প্রশ্নপত্র পাঠানো হয়েছিল। কাঁথি প্রভাত কুমার কলেজের তৃতীয় বর্ষের এক পরীক্ষার্থীর দাবি, ‘‘এদিন দুপুর ১২টায় পরীক্ষা হওয়ার কথা। কিন্তু এক ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়েও প্রশ্ন ডাউনলোড করতে পারিনি। পরে কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরে, কলেজে গিয়ে প্রশ্নপত্র সংগ্রহ করি।’’

এ দিন বহু কলেজের অধ্যক্ষদের হোয়াটসঅ্যাপ ও ই-মেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশ্নপত্র পাঠিয়েছন। সমস্যার কথা স্বীকার করে মুগবেড়িয়া গঙ্গাধর কলেজের অধ্যক্ষ স্বপনকুমার মিশ্র বলেন, ‘‘অন্যদিন পরীক্ষার্থীরা নিজেরাই প্রশ্নপত্র ডাউনলোড করতে নেন। কিন্তু এ দিন কিছু সমস্যা হওয়ায় বিশ্ববিদ্যালয় আমাদের প্রশ্ন পাঠিয়েছিল। আমরা তা পড়ুয়াদের দিয়েছি।’’ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কার্যকরী কমিটির সদস্য তথা মহিষাদল রাজ কলেজের অধ্যক্ষ অসীমকুমার বেরা বলেন, ‘‘এদিন পরীক্ষা শুরুর আগেই বিশ্ববিদ্যালয়ের সার্ভারের সমস্যা হয়েছিল। তবে সবকটি কলেজের অধ্যক্ষদের প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হয়। ওই প্রশ্নপত্রের ভিত্তিতে পরীক্ষা নেওয়া হয়।’’

Advertisement

পরীক্ষার্থীদের একাংশ আবার অভিযোগ করেছেন, উত্তপত্র আপলোড করতে গিয়েও তাঁরা সমস্যায় পড়েছেন। অভিযোগ, বিকেল ৪টে থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট নিষ্ক্রিয় হয়ে যায়। তাই নির্দিষ্ট সময়ে পড়ুয়ারা উত্তরপত্র আপলোড করতে ব্যর্থ হন। পরে ওই সব হাতে লেখা উত্তরপত্র পরীক্ষার্থীদের কাছ থেকে ই-মেল মারফত সংগ্রহ করে কলেজ কর্তৃপক্ষ। সেগুলি পাঠিয়ে দেওয়া হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ই-মেলে।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ অধ্যক্ষ সংগঠনের সম্পাদক তথা কাঁথি প্রভাত কুমার কলেজের অধ্যক্ষ অমিতকুমার দে বলেন, ‘‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যক্ষদের মেল মারফত প্রশ্নপত্র পাঠিয়েছিলেন। উত্তরপত্রও পরীক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করে বিশ্ববিদ্যালয়ের মেলে আমাদেরকেই জমা দিতে হয়েছে।’’

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক দেবাশিস শর্মা বলেন, ‘‘কখন প্রশ্নপত্র ডাউনলোড করতে হবে, সে নিয়ে পরীক্ষার্থীদের নোটিফিকেশন দেওয়া হয়। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, একটি নির্দিষ্ট সময়ের পরীক্ষার্থীরা অন্য সময় পোর্টালে গিয়ে প্রশ্ন ডাউনলোডের চেষ্টা করছেন। এতে সার্ভার চাপ বাড়ছে এবং আস্তে হয়ে যাচ্ছে। অন্য বৈদ্যুতিন মাধ্যমে প্রশ্ন পাঠিয়েছি। পরীক্ষা সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement