Siraj Khan

ঘাসফুল ছেড়ে পদ্ম-শিবিরে সিরাজ খান

রাজ্যে আমলাতান্ত্রিক প্রশাসন চলছে বলে সিরাজের অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২০ ২১:৩১
Share:

সিরাজ খান।—নিজস্ব চিত্র।

দিন যতই এগিয়ে যাচ্ছে ততই দলবদলের রাজনীতিতে সরগরম হয়ে উঠছে পূর্ব মেদিনীপুর। এ বার সেই তালিকায় যোগ হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খানের নাম। বুধবার মেচেদায় ভারতীয় জনতা কিষাণ মোর্চার সভায় ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিচ্ছেন তিনি।

Advertisement

এই রাজ্যে আমলাতান্ত্রিক প্রশাসন চলছে বলে সিরাজের অভিযোগ। জনপ্রতিনিধিরাই খোলা মনে কাজ করতে পারছেন না। তাঁর কথায়, “আমি স্বাধীন ভাবে মানুষের জন্য কিছু কাজ করতে চাইছি। এই জেলায় সাধারণের জন্য খোলা মনে কাজ করতে দেওয়া হচ্ছে না। কাজ করার জায়গা থাকলে আমি দলবদল করতাম না। খুবই খারাপ লাগছে। কিন্তু ভাল ভাবে এখানে কাজ করা যায় না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement