ফ্লেক্স ছেঁড়া ঘিরে ফের নতুন-পুরনো দ্বন্দ্ব

শাসকদলে নতুন-পুরনো দ্বন্দ্ব অব্যাহত। সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের বাইরে লাগানো একটি ছেঁড়া ফ্লেক্স নিয়ে সোমবার সকালে উত্তেজনা ছড়ায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৬ ০০:৪৪
Share:

ছেঁড়া ফ্লেক্স। —নিজস্ব চিত্র।

শাসকদলে নতুন-পুরনো দ্বন্দ্ব অব্যাহত। সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের বাইরে লাগানো একটি ছেঁড়া ফ্লেক্স নিয়ে সোমবার সকালে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ওই ফ্লেক্সে স্থানীয় তৃণমূল নেতা অমূল্য মাইতির নামের অংশটাই ছিঁড়ে দেওয়া হয়েছে। ঘটনায় সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়ার অনুগামীদের দিকেই আঙুল তুলছেন অমূল্যবাবু। তাঁর অভিযোগ, ‘‘সবংয়ের বিভিন্ন এলাকায় ফ্লেক্স ও ফলকে লেখা আমার নামের অংশ ছিঁড়়ে দেওয়া হচ্ছে। আমার ধারণা দলে নতুন আসা মানস ভুঁইয়ার অনুগামীরাই এই কাজ করেছে। এ বিষয়ে রাজ্য নেতৃত্বকে জানাব।”

Advertisement

সম্প্রতি মানসবাবু-সহ সবংয়ের একঝাঁক নেতা কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেন। তারপর থেকেই নানা বিষয় নিয়ে নতুন-পুরনো দ্বন্দ্বে অস্বস্তিতে পড়তে হয়েছে সাসকদলের জেলা নেতৃত্বকে। দ্বন্দ্ব মিটিয়ে ফেলার বার্তাও দিয়েছেন নেতারা। তাতে যে বিশেষ লাভ হয়নি, এ দিনের অভিযোগে ফের তা একবার স্পষ্ট হল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

সবং কলেজের সামনে যাত্রী প্রতীক্ষালয় নির্মাণও ও কলেজের ভিতরে ঢালাই রাস্তা নির্মাণে সহযোগিতার জন্য সাংসদ দেব ও জেলা কর্মাধ্যক্ষ অমূল্যবাবুকে শুভেচ্ছা জানিয়ে একটি ফ্লেক্স লাগিয়েছিলেন টিএমসিপি-র ব্লক সভাপতি অনুপম বেরা। অভিযোগ, ফ্লেক্সে দেবের নাম ঠিক থাকলেও ছিঁড়ে দেওয়া হয়েছে অমূল্যবাবুর নামের অংশই। এলাকায় মানসবাবুর অনুগামী হিসেবে পরিচিত তৃণমূল নেতা অজিত চৌধুরী বলেন, “কলেজের নতুন টিএমসিপি কর্মীদের বিপাকে ফেলতে অনুপম বেরা নিজেই ওই ফ্লেক্স কাটাছেঁড়া করেছে।”

Advertisement

যদিও অনুপমবাবুর পাল্টা অভিযোগ, “টিএমসিপি-কে ভেঙে টুকরো টুকরো করতে মানস ভুঁইয়ার অনুগামী ছাত্র পরিষদ থেকে আমাদের দলে আসা কর্মীরাই এই কাজ করেছে।” এ বিষয়ে জানতে ফোন করা হলে মানসবাবু বলেন, “এ বিষয়ে কিছুই জানিনা। আমাকে এ সব বিষয়ে জিজ্ঞাসা না করাই ভাল। তবে এমন নিচু মন আমাদের নয়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement