ছেলেধরা সন্দেহে আটক, পরে উদ্ধার

পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যার সময় একগাল দাড়ি এবং মাথায় চুলের জটলা, পরনে ছেঁড়া জামা-প্যান্ট বছর পঞ্চাশের এক ভবঘুরে এলাকায় ঘুরছিলেন। ওই অবস্থায় গুড়গ্রাম ঢুকে পড়েন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ভগবানপুর শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:০৫
Share:

ছেলেধরা গুজবের জেরে এবার উত্তেজনা ছড়াল এগরা মহকুমায়। শনিবার রাতে ছেলেধরা সন্দেহে এক ভবঘুরেকে দীর্ঘক্ষণ আটকে রাখার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ গিয়ে গ্রামবাসীদের হাত থেকে ওই ভবঘুরেকে উদ্ধার করে। ভগবানপুর থানার গুড়গ্রামের ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যার সময় একগাল দাড়ি এবং মাথায় চুলের জটলা, পরনে ছেঁড়া জামা-প্যান্ট বছর পঞ্চাশের এক ভবঘুরে এলাকায় ঘুরছিলেন। ওই অবস্থায় গুড়গ্রাম ঢুকে পড়েন তিনি। ইতিমধ্যেই জেলা জুড়ে ছেলেধরার গুজবে আতঙ্ক ছিল গ্রামে। ফলে সন্ধ্যার সময় অপরিচিত একজনকে গ্রামের রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে এলাকার লোকজনের সন্দেহ হয়। ছেলেধরা গুজবে গ্রামের মহিলারা হইচই শুরু করে দেন। ভবঘুরে ওই ব্যক্তি কোথা থেকে এলেন, তাঁর বাড়ি কোথায় ইত্যাদি জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন গ্রামের লোকজন। অভিযোগ, ওই ব্যক্তি সে সব প্রশ্নের উত্তর দিতে না পারায় সন্দেহ বাড়ে গ্রামবাসীদের। অনেকে তাঁকে মারধর করতে থাকে। খবর পেয়ে পুলিশ দ্রুত ওই গ্রামে পৌঁছে গ্রামবাসীদের হাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার জেরে রবিবার গোটা ভগবানপুর এলাকায় মাইকের মাধ্যমে এবং লিফলেট বিলি করে গুজবে কান না দিতে সচেতনতা প্রচার চালায় পুলিশ। সেই সঙ্গে সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক প্রধানকেও চিঠি পাঠিয়ে নিজের নিজের পঞ্চায়েত এলাকায় সতর্ক থাকতে ও নজরদারির জন্য বলা হয়েছে। যদিও পুলিশের দাবি, ছেলেধরা সন্দেহে কয়েক জন গ্রামবাসী একজন ভবঘুরেকে আটকে রেখেছিলেন। খবর পেয়ে তাঁকে উদ্ধার করা হয়েছে। তবে কোনও মারধরের ঘটনা ঘটেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement