নয়া ভূমিকায় কাজে ছাপ নয়: শুভেন্দু

আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার প্রকাশ্য সভায় সাংসদ হিসেবে তাঁর ভূমিকা শেষ হওয়ার ইঙ্গিত দিলেন খোদ তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ০১ মার্চ ২০১৬ ০০:৩১
Share:

আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার প্রকাশ্য সভায় সাংসদ হিসেবে তাঁর ভূমিকা শেষ হওয়ার ইঙ্গিত দিলেন খোদ তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীও।

Advertisement

সোমবার তমলুক শহরে শঙ্করআড়ার খালের উপর হলদিয়া উন্নয়ন পর্ষদের দেওয়া ১ কোটি ১৪ লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত পাকা সেতুর উদ্বোধন করেন শুভেন্দুবাবু। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দুবাবু বলেন, ‘‘আগামীদিনে যে ভূমিকাতেই আমি থাকি না কেন তমলুক শহরের উন্নয়নে আমার যে ভূমিকা ছিল আগামীদিনে সেই ভূমিকা সমানভাবে থাকবে।’’ হলদিয়া উন্নয়ন পর্ষদের আর্থিক সহায়তায় রবিবারই নন্দীগ্রাম-১ ও ২ ব্লকের বিভিন্ন এলাকায় একাধিক পাকা রাস্তা, পাকা সেতু, পথবাতির কাজের সূচনা করেছিলেন শুভেন্দুবাবু। এরপর সোমবার পূর্ব মেদিনীপুরের জেলা সদর তমলুক শহরের সেতু উদ্বোধন ও জেলা হাসপাতালে যক্ষ্মারোগ নির্ণয়ের আধুনিক যন্ত্রের উদ্বোধন করেন শুভেন্দুবাবু।

সাংসদ ও হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসেবে নানা উন্নয়ন কাজ করার প্রসঙ্গ তুলে শুভেন্দুবাবু বলেন, ‘‘প্রথমে সাংসদ হিসেবে এবং পরবর্তী সময়ে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসেবে মুখ্যমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করেছি। জেলার রাস্তাঘাট, আলো, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের বহু কাজ করা হয়েছে। আগামীদিনে জেলায় একটি সরকারি মেডিক্যাল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় গড়ার যে স্বপ্ন রয়েছে তা সফল হবে বলে আশা করছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement