সিপিএম নেতা দুর্নীতিগ্রস্ত, কটাক্ষ শুভেন্দুর

নাম না করে পাঁশকুড়ার এক সিপিএম নেতাকে দুর্নীতিগ্রস্ত ও চরিত্রহীন বলে আক্রমণ করলেন তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৬ ০১:৪৫
Share:

নাম না করে পাঁশকুড়ার এক সিপিএম নেতাকে দুর্নীতিগ্রস্ত ও চরিত্রহীন বলে আক্রমণ করলেন তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী।

Advertisement

বৃহস্পতিবার বিকেলে পাঁশকুড়া ব্লকের রাতুলিয়া বাজারে ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজিত সভায় ভাষণ দিতে গিয়ে শুভেন্দুবাবু বলেন, ‘‘তথাকথিত আশ্রমে থাকা এখানকার সিপিএমের দুর্নীতিগ্রস্ত ও চরিত্রহীন নেতা, যে সুনিয়ার তৃণমূল কর্মী খুনের মামলার আসামি। ৩০২ ধারার মামলার আসামি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল চাই। এটা করেছেন বলে আপনি বাড়িতে আছেন।’’ শুভেন্দুবাবু বলেন, ‘আমি নির্বাচন কমিশনের কাছে, পুলিশের কাছে দাবি করব এই খুনের মামলার আসামি আজ লাল তোয়ালা গলায় দিয়ে জেলায় ঘুরছে, তাঁর বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে হবে।’’

উল্লেখ্য, প্রাক্তন জেলা সভাধিপতি তথা বর্তমানে সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নিরঞ্জন সিহির বাড়ি পাঁশকুড়ার রাতুলিয়া এলাকায়। এ দিন শুভেন্দুবাবুর ওই বক্তব্য নিয়ে নিরঞ্জনবাবু বলেন, ‘‘কুরচিকর মন্তব্য কুরুচিকর লোকেরাই করে। ওই বক্তব্য নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে।’’

Advertisement

এদিন তৃণমূলের ওই সভায় গিয়ে প্রাক্তন সিপিআই নেতা শুধাংশু আদক-সহ কয়েকজন সিপিএম ও সিপিআই পঞ্চায়েত প্রতিনিধি তৃণমূলে যোগ দিয়েছে বলে দাবি করেছে তৃণমূল ব্লক সভাপতি দীপ্তিকুমার জানা। সিপিএম নেতা নিরঞ্জনবাবুর অবশ্য দাবি, ‘’শুধাংশুবাবু এর আগেও একাধিকবার দলবদল করেছেন। আর এ দিন আমাদের দলের কোনও পঞ্চায়েত প্রতিনিধি বা সমর্থক তৃণমূলে যোগ দেয়নি। তৃণমূলের দাবি সম্পূর্ণ মিথ্যা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement