পিংলা নিয়ে কটাক্ষ সুশান্তর

পিংলার ব্রাহ্মণবাড়ের ঘটনা নিয়ে শাসক তৃণমূলকে বিঁধলেন গড়বেতার সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষ। বৃহস্পতিবার মেদিনীপুর আদালতে কঙ্কাল-মামলায় হাজিরা দিতে এসে এক প্রশ্নের জবাবে প্রাক্তন মন্ত্রী বলেন, “বলা হচ্ছে বাজি দুর্ঘটনা। পৃথিবীতে এমন কোনও বাজি আছে নাকি যা ফাটলে মানুষের দেহ গাছের ডালে উঠে যায়।” বাংলায় জঙ্গলের রাজত্ব চলছে বলেও অভিযোগ করেন সুশান্তবাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২২ মে ২০১৫ ০১:০৩
Share:

পিংলার ব্রাহ্মণবাড়ের ঘটনা নিয়ে শাসক তৃণমূলকে বিঁধলেন গড়বেতার সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষ। বৃহস্পতিবার মেদিনীপুর আদালতে কঙ্কাল-মামলায় হাজিরা দিতে এসে এক প্রশ্নের জবাবে প্রাক্তন মন্ত্রী বলেন, “বলা হচ্ছে বাজি দুর্ঘটনা। পৃথিবীতে এমন কোনও বাজি আছে নাকি যা ফাটলে মানুষের দেহ গাছের ডালে উঠে যায়।” বাংলায় জঙ্গলের রাজত্ব চলছে বলেও অভিযোগ করেন সুশান্তবাবু। এ দিন মেদিনীপুর আদালতে দাসেরবাঁধ কঙ্কাল-মামলার দিন ছিল। তবে শুনানি হয়নি। পরবর্তী দিন ধার্য হয়েছে আগামী ৩০ জুলাই। অভিযুক্তপক্ষের আইনজীবী বিশ্বনাথ ঘোষ বলেন, “আমরা সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছি। তাই এ দিন মেদিনীপুর আদালতে শুনানি হয়নি।” বিস্ফোরণের পর থেকেই পিংলার ওই কারখানায় বাজি তৈরি হত বলে দাবি করে আসছে তৃণমূল। স্থানীয়দের সঙ্গে বিরোধীদেরও অবশ্য অভিযোগ, বাজির আড়ালে কারখানায় বোমাই তৈরি হত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement